শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে বর্ষাকালে আকাশ কাঁদে ভাটায় কাঁদে নদী চৈএ মাসে জমিন কাঁদে খড়ায় পুরে যদি চন্দ্র সূয্ কাঁদে যখন গ্রহন তার করে গ্রাস ঐ পাষানীর প্রেমে আমি কাঁদি বারমাস!! সপ্নগুলো কাইরা নিয়া ভাসাইলী দু.চোখ সুখের আশা দিয়া শেষে ভাঙ্গলী আমার বুক প্রেমের নামে করলি আমার এ কেমন সব্নাশী!! ঐ পাষানীর প্রেমে আমি কাঁদি বারমাস!! এ পাড় দিয়া ভাঙ্গে নদী গড়ে অন্য পাড় আমার মনটা ভাঙ্গে শুধু গড়লো নারে আর প্রেমের নামে করলি আমার এ কেমন সব্নাশী!! ঐ পাষানীর প্রেমে আমি কাঁদি বারমাস!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।