আমাদের কথা খুঁজে নিন

   

গুগলেও আওয়ামীলীগের রাজনৈতিক পক্ষপাত

সার্চ ইঞ্জিন খ্যাত গুগলে বাংলা ভাষা সংযুক্তের শুরুতেই নানা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। ইংরেজী থেকে বাংলা অনুবাদে গুগল অনলাইন ট্রান্সলেটর একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। এক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক কতিপয় ব্যক্তি ও কিছু শব্দে বেশ ত্রুটি লক্ষ্য করা গেছে। স্বয়ংক্রিয় এই অনুবাদে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট শব্দে যে অর্থ প্রকাশ করছে ঠিক প্রধান বিরোধী দল বিএনপির ক্ষেত্রে তার বিপরীত অর্থ দিচ্ছে। স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজীতে Khaleda is bad লিখলে তার বাংলা অনুবাদে ‘বিএনপির হয় খারাপ’ প্রকাশ করছে।

অন্যদিকে Sheikh Hasina is bad লিখলে শুধু নাম বাদে একই অনুবাদ আসার কথা। কিন্তু সেখানে আসছে ‘শেখ হাসিনা ভালো’। একইভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে Ziaur Rahman is bad লিখলে ‘জিয়াউর রহমান হলো খারাপ’ এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে Sheikh Mujibur Rahman is bad- এর অনুবাদ করা হচ্ছে ‘শেখ মুজিবুর রহমান ভালো’। একই সঙ্গে মহাজোটের শরিক জাতীয় পার্টি চেয়ারম্যার এইচএম এরশাদের অনুবাদে ইতিবাচক অর্থ প্রকাশ করছে। তবে একই সঙ্গে Awami Leauge is bad লিখলে ‘আওয়ামী লীগ হয় খারাপ যেমন প্রকাশ করছে তেমনি BNP is bad লিখলে তা ‘বিএনপি হয় ভালো’ অনুবাদও দেখা যাচ্ছে।

একই শব্দমালায় দুটি রাজনৈতিক দল নিয়ে এমন বিপরীতার্থক অনুবাদে গুগল ট্রান্সলেটরের ভাবমর্যাদাকে প্রশ্নের সম্মুখীন করছে। সঙ্গে গুগলের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া এ ধরনের অনুবাদে প্রত্যাশিত ‘ডিজিটাল’ শব্দের প্রতি বাংলাদেশের মানুষের অনাগ্রহের পাশাপাশি বিদ্বেষ জন্ম নেবে বলেও আশঙ্কা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ইন্টারনেটে অনুবাদ করার প্রোগ্রাম হিসেবে গুগল ট্রান্সলেটর বেশ জনপ্রিয়। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ৫৮টি ভাষার শব্দ একটি থেকে অন্যটিতে অনুবাদ করা যায়।

সম্প্রতি বাংলাসহ দক্ষিণ এশিয়ার আরও পাঁচটি ভাষা এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুবাদ করার পর তা শোনাও যাচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্য চারটি ভাষা হচ্ছে- গুজরাটি, কান্নারা, তামিল ও তেলেগু।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.