আমাদের কথা খুঁজে নিন

   

সাবডোমেইন অন্য সার্ভারে হোস্ট করবেন যেভাবে।

সালেহ আহমদের ব্লগ বিভিন্ন কারণে আমাদের সাবডোমেইন অন্য সার্ভারে হোস্ট করার দরকার হতে পারে। তাই আমি আজকে আলোচনা করব কিভাবে সাব ডোমেইন অন্য সার্ভারে হোস্ট করা যায়। মনে করুন আপনার ডোমেইন হচ্ছে abcd.com । এই ডোমেইনটি মনে করুন So Cheap Host এর ইউ.কে সার্ভারে হোস্ট করা আছে। আবার আপনার আরেকটা হোস্টিং আছে অন্য কোম্পানিতে অথবা নতুন আরেকটি হোস্টিং নিবেন ইউ.কে অথবা ইউ.এস.এ লোকেশনে।

আপনি চাইতেছেন আপনার সাবডোমেইনটি হোস্ট করবেন। তাহলে দেখা নেয়া যাক কিভাবে এই কাজটি করবেন। ১ম স্টেপ: প্রথমেই আপনার সাবডোমেইনটি অন্য হোস্টিংয়ে যোগ করে নিতে হবে এডঅন ডোমেইন হিসেবে। এ জন্য আপনাকে যে হোস্টে সাবডোমেইনটি হোস্ট করবেন সেই সিপ্যানেলে লগিন করতে হবে। সিপ্যানেলে প্রবেশ করে এডঅন ডোমেইনে ক্লিক করুন।

তারপর নিচের ছবির মতো করে আপনার সাবডোমেইনটি যোগ করুন। এড ডোমেইনে ক্লিক দিলে নিচের মতো কনফার্মেশন মেসেজ পাবেন। সাবডোমেইন যোগ করা শেষ। ২য় স্টেপ: এখন আমরা মুল ডোমেইনটা যে হোস্টে আছে সেই সিপ্যানেলে লগিন করব। লগিন করে Advanced DNS zone editor এ ক্লিক করুন।

এখন নিচের ছবি মতো সব তথ্য দিয়ে এড রেকর্ডে ক্লিক দিন। ব্যস কাজ শেষ। আপনার সাবডোমেইনটি অন্য সার্ভারে হোস্ট হয়ে গেল। এখন আপনি সাবডোমেই যে সার্ভারে যোগ করেছেন সে সার্ভারে ফাইলপত্র আপলোড করতে পারেন। আপনি যদি সাবডোমেইনে নতুন হোস্ট নিয়ে ডোমেইন হোস্ট করতে চান, তাহলে আপনি হোস্টিং কোম্পানির সাথে কথা বলে নিন।

এবং হোস্টিং সাইন আপ যদি সাবডোমেইনে করেন তাহলে আপনাকে প্রথম স্টেপটি করার প্রয়োজন পড়বে না। দ্বিতীয় স্টেপ এর কাজ করলেই চলবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।