কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। নকিয়া নীরব ! এ সত্যটা নিছক পাশ কাটিয়ে যাওয়ার নয়। ঘটেছিলও ঠিক এমনটাই। তবে জুনের শেষভাগে এসে এন৯ মডেলের চমক দিয়ে সে ধাক্কাটা সামলানোর কথাই জানালো নকিয়া।
বিশ্ব প্রযুক্তির বাজারে এখন নকিয়া এন৯ মডেলের সরব উপস্থিতি।
তবে আরও একটা নেপথ্য ঘটনাও আছে এর অন্তরালে।
নকিয়া সূত্র জানিয়েছিল, পরের মডেলের সঙ্গে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম যুক্ত থাকবে। কিন্তু ঘটল ঠিক উল্টো।
নকিয়ার নিজস্ব মোবাইল ফোনভিত্তিক সফটওয়্যার মিগো নিয়েই মাঠে নামলো এন৯।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাণিজ্য প্রদর্শনীতে নকিয়া এন৯ মডেলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এরই মধ্যে সহজ, সাধারণ, টাচস্ক্রিন, ছড়ানো পর্দা আর বাটনহীন এন৯ মডেলটি বিশ্ব আলোচনায় এসেছে। এ মডেলটিকে ঘিরে নকিয়ার প্রত্যাশাও আকাশচুম্বী।
পুরোনো মডেলের কোনো ধরনের ছাপ নেই এ মডেলে। এ মুহূর্তে তিনটি চমকপ্রদ রঙে এ সেটটি বিশ্ববাজারে পাওয়া যাবে।
বিস্তারিত এখানে দেখুন
সূত্রঃ সুখবর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।