আমাদের কথা খুঁজে নিন

   

ফাইলসনিক প্রিমিয়াম অ্যাকাউন্ট নেন আর ধুমাইয়া ডাউনলোড শুরু করেন। (আপডেট- ২৩/০৬/২০১১)

.°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. .°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. .°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. যদি আমি পোস্ট পাবলিশ করার পর অ্যাকাউন্ট ফ্রি হয়ে যায়, তাহলে কমেন্টের মাধ্যমে নতুন AccounT দেয়া হবে। তাই নিচের কমেন্টের প্রতি লক্ষ্য রাখুন। যারা আগের অ্যাকাউন্ট দিয়ে ডাউনলোড করছিলেন, তারা ভয় পাবেন না। কারণ নতুন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলেই যেখানে আটকে গিলেছিল, সেখান থেকে ডাউনলোড শুরু হবে। শুধু রিজিউম ডাউনলোড বা Refresh Download Address দিয়ে আগের ডাউনলোড Address এ ক্লিক করলেই চলবে।

.°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. .°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. .°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. ইদানিং যত ফোরাম/ সফটওয়্যার শেয়ারিং সাইট আছে, তারা প্রায় সবাই ফাইলসনিকে আপলোড করে। তাই কোন সফটওয়্যার খুজতে গেলে দেখা যায় সেটি ফাইলসনিকে আপলোড করা। কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া ফাইলসনিক থেকে ফাইল ডাউনলোড করতে কিছু সময় ওয়েট করতে হয়, প্যারালাল ডাউনলোড করা যায় না, ক্যাপচা এন্ট্রি করতে হয়, রিজিউম সাপোর্ট পাওয়া যায় না। এছাড়া আরও অনেক ঝামেলা আছে। তাই আজ আপনাদের জন্য ফাইলসনিকের একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে আসলাম।

এটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যি IDM (Internet Download Manager) ব্যবহার করতে হবে। ব্যবহার করা খুব সোজা। শুধু আমার দেয়া ফাইলটা [linkhttp://www.mediafire.com/?ohnk4ojwcd5r1o4|এখান থেকে ডাউনলোড করে নিন। ] (১কেবি) এবার ফাইলটিতে ডাবলক্লিক করে YES এবং OK তে ক্লিক করুন। এবার সিস্টেম টেরে থেকে আইডিএম-এর আইকনে রাইট ক্লিক করে Exit এ ক্লিক করুন এবং আবার আইডিএম ওপেন করুন।

এবার যেকোন ফাইলসনিকের লিঙ্কে রাইট ক্লিক করে Download File With IDM এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। (প্রিমিয়াম অ্যাকাউন্টের সকল সুবিধা সহ) তবে- যাদের আইডিএম এ ফাইলসনিক এর লগিন আগে থেকে অ্যাড করা নেই, তারা আইডিএম ওপেন করে Options > SiteLogins> New তে ক্লিক করে Server Path এ *.filesonic.com লিখুন। (অবশ্যই স্টার এর পরে ডট দিতে হবে)। এবার Username এর ঘরে যেকোন Username পাসওয়ার্ড এর ঘরে যেকোন Password দিন। তারপর উপরের নিয়ম অনুসুরন করুন।

১০০% কাজ হবে। কেউ না বুঝলে ScreenShot সহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। .°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. .°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. .°•. °•. °•. °•. .•° .•° .•° .•°. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।