আমাদের কথা খুঁজে নিন

   

সেরা সুন্দরী খেতাব পাওয়ার পর সুন্দরীরা কাঁদে কেনু??!!

গতকাল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বার্ষিক সুন্দরী প্রতিযোগিতায় মিস আমেরিকা নিবার্চীত হয়েছেন যুক্তরাষ্ট্রের মিস ক্যালিফোর্নিয়া এলিসা কাম্পানেল। এলিসাকে মিস আমেরিকার মুকুট পরিয়ে দেন বর্তমান মিস আমেরিকা রিমা ফাকিহ তখন এলিসা কাঁন্নায় ভেঙ্গে পড়েন। কিন্তু সুন্দরীরা কাঁদে কেনু কেনু কেনু?? বাংলাদেশেও একটি মাল্টিন্যাশনাল কোম্পানী ও বেসরকারী চ্যানেল সুন্দরী প্রতিযোগীতার আয়োজন করে আসছে। প্রতি বছরেই দেখি মুকুট পড়িয়ে দেয়ার সময় নাকের পানি চোখের পানি এক করে ফেলে! আহা কি আনন্দের কান্না! এক কন্টেসকে দেখেছিলাম কেঁদে চোখের পানিতে কাজল আর মেকআপের মাখামাখিতে ভুতের মত দেখাচ্ছিল! আরেকবার দেখেছিলাম আনন্দে সেন্সলেস! কাঁদা কাঁদি আর সেন্স লেস হয়ে যায় কেন বুঝতে পারলাম না!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।