আমাদের কথা খুঁজে নিন

   

(Arash) আরাশ-এর যে গান দুটো সম্পর্কে না বললেই নয়। (Pure Love & Broken Angel)

A Hero will Rise Up Just In Time আরাশ লাবাফ। ইরানের ৩৪ বছর বয়স্ক এই গায়ক এখন বিশ্বের কাছে খুব পরিচিত একটা নাম। আরাশ তার ১ম এ্যালবাম বের করে, ২০০৫ সালে। এ্যালবামটার নামও ছিল আরাশ। তখন থেকেই আরাশের মোটামুটি জনপ্রিয়তা আসা শুরু করলেও, জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন, "পিওর লাভ" "ব্রোকেন এ্যন্জেল" গেয়ে।

২০০৮ সালে "দোনয়া" এ্যালবামে গায়িকা হেলেনার সাথে বের করেন "পিওর লাভ"। গানটার লিরিক, সুর, মিউজিক এবং সর্বোপরি মিউজিক ভিডিও এককথায় অসাধারন। "পিওর লাভ" - মিউজিক ভিডিও: কাহিনী: প্রথম সীনে দেখা যায় একটা গাড়ি এ্যাকসিডেন্টে প্রেমিকা (Marianne Puglia) অজ্ঞান হয়ে পড়ে আছে। প্রেমিক (আরাশ) পাগলের মতো দৌড়াদৌড়ি করছে তার প্রেমিকাকে বাচানোর জন্য। একটু পর এ্যামবুলেন্স এসে মেয়েটাকে তুলে নেয়।

সাথে ওঠে আরাশ, ডাক্তার এবং নার্স। এরই মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে গান হয়ে যাচ্ছে। সম্পূর্ণ গানের মধ্যে পুরো সিচুয়েশনটাকে তুলে ধরা হয়েছে। (যদিও ভাষাটা ইংলিশ এবং ইরানী মিক্সড। ) একসময় ডাক্তাররা মেয়েটাকে হাসপাতালে নিয়ে আসে।

অপারেশন শুরু করে। আরাশও ওটিতে ঢুকে পড়ে আর বারবার ডাক্তারদের অনুরোধ করতে থাকে তার প্রেমিকাকে বাচানোর জন্য। ডাক্তাররা তার কথায় কর্ণপাত না করে নিজেদের কাজ করতে থাকে। একসময় অপারেশন শেষ হয়। অপারেশন সাকশেসফুল হয়।

অন্যদের দিকে ঘুরে ডাক্তার থাম্বস আপ করে। আরাশ খুশীতে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু তার আনন্দে ভাটা পড়ে যখন ডাক্তার তার দেহ ভেদ করে বের হয়ে যায়। সেই মহুর্তে আরাশ অনুভব করে তার প্রেমিকা বেচে উঠলেও, সে নিজে অনেক আগেই মারা গেছে এবং বিদেহি আত্মা হয়ে ঘুরে বেরাচ্ছে। কেউ আরাশের আত্মাকে দেখতে না পারলেও মেয়েটা চোখ খুলে আরাশ কে ঠিকই দেখতে পায়।

শেষ দৃশ্বে আরাশ তার প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় কোন দূর আজানায়। তখনও মেয়েটা আরাশের চলে যাওয়া দেখতে দেখতে গেয়ে ওঠে, This was just meant to be You are coming back to me ‘cause, this is pure love ‘cause, this is pure love http://www.youtube.com/watch?v=7oHObnP1sGE ব্রোকেন এ্যান্জেল: পিওর লাভের সিকোয়েলেই নির্মিত হয়েছে এর ২য় পর্ব ব্রোকেন এ্যান্জেল। অসাধারন এর মিউজিক এবং থীম। এখানে দেখা যায়, Marianne Puglia'র বিয়ে হয়েছে একটা বাচ্চাও হয়েছে। কিন্তু মেয়েটা যেন তারপরেও বড় একা।

I'm so lonely broken angel I'm so lonely, listen to my heart One and only broken angel Come and save me, before I fall apart. তার পূর্বপেমিকের ছবি দেখাই যেন তার একমাত্র নেশা। একসময় সে কল্পনা করতে থাকে আরাশের আত্মা যেন তার পাশেই থাকে সবসময়। মেয়েটার স্বামী মেয়েটাকে খুব ভালবাসা দিয়েও যেন মন জয় করতে পারে না। আরাশের আত্মার সাথে মেয়েটার বার বার দেখা হয়। এর সাথে সাথেই গানটা চলতে থাকে, চলতে থাকে আরাশের আত্মার সাথে মেয়েটার প্রেমের দৃশ্বাবলী।

মূল ব্যাপারটা হলো আরাশের ছবিগুলো। মেয়েটা আরাশের ছবি দেখে আর কল্পনায় সবসময় আরাশকে দেখতে পায়। একসময় আত্মটার পিছে পিছে মেয়েটা একটা পাহাড়ের উপর চলে আসে এবং আরাশের সব ছবি পাহাড়ের উপর থেকে দূরে ছুড়ে ফেলে। ছবি গুলো ফেলে দেওয়ার সাথে সাথে আরাশের আত্মাও হারিয়ে যায়। পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে তার প্রেমিকার দিকে চেয়ে শেষ একটা ভালোবাসার হাসি উপহার দেয়।

আরাশের বুক থেকে বের হয়ে আসা তীব্র কষ্ট টা যেন ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে, Lala lejli Lala lejli lalala lala Lala lejli Lala lejli lalala lala http://www.youtube.com/watch?v=-whp15J2n_M গানদুটো দেখার এবং শোনার জন্য সবাইকে অনুরোধ করছি। ১০০% আপনাদের ভালো লাগবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।