আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই যশোরে পুলিশের আলোচিত ও বিতর্কিত এক দারোগাকে চার হাত-পা বেঁধে ওয়াস করেছেন চিকিৎসকরা। মদ্যপ ওই দারোগার প্রাণ রক্ষার্থে এটি করা হয়েছে। কাজটি অতি গোপনে করা হলেও তা চাউর হয়ে যায়। এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত ১টা ১০ মিনিটে এক এসআই ও মণিরামপুর পৌরমেয়রের ছেলে দারোগা তরুন কুমারকে মদ্যপ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
এসময় তরুন কুমার সংজ্ঞাহীন ছিলেন। তার প্রাণ রক্ষার্থে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহমান তার চার হাত-পা বেঁধে ওয়াস করান। রাতভর এখানে চিকিৎসা নেওয়ার পর ভোর হতেই হাসপাতাল ত্যাগ করেন দারোগা তরুন।
হাসপাতালের রেজিস্ট্রারে তার নাম তরুণ কুমার ও ঠিকানা বেজপাড়া লেখা হলেও পুলিশি চাকরির বিষয়টি গোপন করা হয়েছে। হাসপাতালের দায়িত্বশীল কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
দারোগা তরুণ কুমার যশোরে বেশ আলোচিত ও বিতর্কিত। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঊর্ধ্বতন মহলে প্রমাণিত হওয়ায় তাকে পুলিশ লাইনে কোজ করা হয়েছে। গত কয়েকমাস আগে যশোরে মাদ্রাসা ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়ে পুলিশ এক ছাত্রকে হত্যা করে বলে অভিযোগ আছে। এ ঘটনায়ও তরুণের সংশ্লিষ্ঠতার খবর শোনা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।