শফিক হাসান প্রতিটি মানুষেরই নিজ নামের চেয়ে প্রিয়, আর আপন কিছু নেই! চারপাশে তাকালেই এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়! নামের মধ্যেই ফুটে ওঠে মানুষের রুচি, বংশ, শিক্ষাদীক্ষা ইত্যাকার নানা বিষয়। আগের দিনের বাবা-মা, দাদি-নানিরা নবজাতকের নাম রহিম-করিম, যদু-মধু রেখে দায়িত্ব সারলেও এখনকার গার্জিয়ানরা অনেক সচেতন! যার যার চরিত্র এবং রুচির ছাপ তারা ঢেলে দেন আত্মজ-আত্মজার নামকরণে! দেখা যাক এমনই কিছু নবজাতকের নাম, কে কীভাবে নামকরণ করবেন। কবি : অনুসূর্য তিতিক্ষবীক্ষা, প্রহর প্রহ্লাদ, পদ্যপ্রজ্ঞা যবনিকা, মার্ত উদয়াচল, চণ্ডীমঙ্গল কালিকাপ্রসাদ, ধারাপাতিকা বর্ষা প্রকৃতিবাদী : মৃত্তিকা ঘনিষ্ঠম, অন্তরীক্ষ লবঙ্গলতিকা, নিপাতক সারসংক্ষুব্ধ, বিহঙ্গবৃক্ষ, সমীরণমলয়, দক্ষিণারঞ্জন, সবুজাবতী খাদক : মিষ্টি, পেয়ারা, বেদানা, আপেল, কইতরি, তরু, বাতাসি, গোল্লা, মধু, আতা, আঙুর, তুষার, কমলা, মিছরি, চিনি চিত্রশিল্পী : সুতন্বী সুকেশ, অনাদি রজঃস্বলা, বিমূর্তায়ন চৈতন্য, মগ্ন নিমাগি্নক, তুলিকা মালবিকা, ভূমিকা রঙ্গিলা, পরশটুকুন পুলিশ : হাবলু, ঠোলা, নেত্র নিমীলিত বেত্র, তালাশ, সংগ্রাম, বিপ্লব, বেতসলতা, মৃদুলা মৃদু, সরণি, আইনুন্নেসা, সুনীতি প্রকাশক : পাতা, প্রচ্ছদ, পাঠক, পোস্তানি, খাতামুন্নেসা, সাথী, অবকাশ, সুমনা, মনু, সময়, শিল্পী, আঁকা, লেখা, ছবি, যাত্রী প্রযুক্তিবিদ : ক্যানন, সুলেখা, সুতন্বী, সুশ্রী, বল্টু, কর্ণফুলী, তন্বী, মিনি, ম্যাক্সিম, বিজয়, অভ্র, শ্রুতি, মডেম, ফ্লোরা, ট্যাব লেখক : কায়া ছায়া মায়া, যমুনাবতী, রূপসী ঐশ্বর্যবতী, চাঁদজোছনা, শিউলি বকুল, গান্ধর্ব মাটি, বিশাল আকাশ, সুরেলা রাজনীতিবিদ : দেশ, জাতক, পাতক, ময়দান, কথা, মাইক, জন, শ্রুতি, দর্শনী, মিতি, মাটি, রাঙা, পল্টু, বিল্টু, বিল্লাহ সাংবাদিক : শব্দ, শ্রমণা, দর্শিনী, দিবা, রাত্রি, নিশি, যামিনী, প্রতিম, সুবিমল, তনু, কৃষ্ণ, সময়, পাত্র, মিত্র, অনুসূয়া, অনু গাড়িচালক : পথিক, যাত্রী, বর্ষা, বৃদ্ধি, সাম্য, গতি, গামিনী, যামুনা, ডলার, মামলা, পত্রপুট, ঢালী, নিশান, নৈঋত, অসীম চাষি : বৃষ্টি, রোদেলা, আকাশ, তুফান, ভূমি, ভরসা, দয়াল, লালন, মাটি, পত্র, সবুজ, সোনালি, মানিক, লেবু, বিরান, সূর্য রাজাকার : আল বদর, আল শামস, শান্তি, মুক্তি, গোলাম, মতি, নিজামী, ঘসেটি বেগম, মীর জাফর, হিটলার, মুসোলিনী নৈরাশ্যবাদী : যবনিকা, সমাপ্তি, ইতি, কেহেরমান, দুরাশা, আধেক, প্রয়াস, নি, বাঁধন, হারিরি, বিরতি, স্বপ্ন, মিনি, নিনি এফএম রেডিওর উপস্থাপক : মিশ্র, বাংলা, ভিন্ন, নবীন, ধারা, খবর, রাত, বিনোদ, কথামালা, বেতাল, অবমুক্তি, স্টাইলি পর্যটক : পৃথিবী, যামিনী, সুন্দর, হিমালয়, পর্বত, মরু, পিয়াসী, চঞ্চলা, আকাশগঙ্গা, আকাশী, বৃষ্টিপতন, গোলক, সীমান্ত ফ্যাশন ডিজাইনার : মোহিনী, রঙ, সুচেতনা, গৌরবর্ণা, রংধনু, বিমূর্ত, বুটি, জরি, চটক, সুতি, বোনা, সবুজাভ, নীলাদ্রি ইতিহাসবিদ : পুরাণ, প্রচেত্য, নগরী, বিনাশ, টেরাকোটা, নব্য, সভ্য, নিপুণ, বিলুপ্ত সুন্দর, রসিক, সমৃদ্ধ, সুজলা, সুফল ঢাকাই ছবি পরিচালক : সর্ব তালব্য শ, ছবি, বেঙ্গা, কপিপেস্ট, ইনডোর, কদম্ব, চঞ্চলা, নাট বল্টু, সমাজি, অলৌকিক, শি ডাক্তার : দিয়া, ডিজিজ, টেস্ট, শিরি, নয়ন, নেত্র, কল, ফল, বিল, কণিকা, মণিকা, শতক, তৃষ্ণা, কুসুম, তিলক, মণি, রতি প্যাঁচআল সম্পাদক : তুলি, শব্দ, সীমা, পাতা, বাউণ্ডুলে, প্রকাশ, সোমসুন্দর, হাসি, সুহাসিনী, সাম্য, মেকাপ, লেখা, আঁকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।