শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে প্রেম করে কেউ সুখী হইছে আমার জানা নাইরে বন্ধু আমার জানা নাই এক জনমের দুঃখ নিয়া হাজার নদীর জলদিয়া চোখ ভরিলাম তাই আমি শুধুই কেঁদে যাই। সেযে বন্ধু হইলো শত্রু হইলো একাই দুইজনা আমায় শান্তি দিলো শাছতি দিলো সুখ দিলোনা। আমার মত দুঃখী যারা প্রেমে..হইলো ঘর ছাড়া বিচ্ছেদের অনলে পোড়া আমি তাদেরই গান গাই...... চোখ দিলো সপ্নদিলো ঘুমদিলোনা আমার সকাল নিলো বিকেল নিলো রাত্রী নিলোনা হায়রে জীয়ন্তে মরিয়া আছি মরার পরে আবার বাঁচি ভুলেও একবারও যদি তার দেখা পাই ইতি মাহমুদারই দেবদাস মামুন খাঁন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।