আমাদের কথা খুঁজে নিন

   

জলোচ্ছ্বাসে তছনছ উপকূলীয় ভেড়িবাঁধ পানিবন্দি কয়েক লাখ মানুষ, কক্সবাজারের ২৫ মাঝিমাল্লা এখনো নিখোঁজ, হাতিয়া যোগাযোগ বিচ্ছিন্ন।

হা হা হা হা হা হা নদী মাতৃক বাংলাদেশ আবারও পানির নিচে।প্রতি বছরের মত এ বারও পানির নিচে উপকূলীয় এলাকা।কিন্তু মাথা ব্যথা বব্রাবরের মত দেশের সেরা চিন্তাবিদ হিসাবে পরিচিত "আভাবী মানুষ"দের।কাজের সময় কাজ ফেলে তাঁরা কি অবস্থা তা জানার জন্য ব্যকুল থাকে।মাগার আমাদের নেতাগণ অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে অতি ব্যস্ত।১জন সংবধান,যুদ্ধঅপরাধী,বাপের কবরসহ অতি প্রয়োজনিয় কাজ নিয়ে আর অপর জন নিজের অবস্থান জানান দেওয়ার জন্ন্য হরতাল সহ বিভিন্ন ফাউ বাতাশ গরমের আওয়াজ দেন।প্রতি বছর এই সময় বারত(.....................................................)চুক্তি ছাড়া পানি প্রদানের মাদ্ধমে আমাদের অকল্পনিয় উপকার করে তা আমাদের কোন নেতাগণের চিন্তার বিষয় না।দেশের জন্য তাদের রাজনীতি।হা হা হা হা হা হা হা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।