মাকে বড্ড ভালবাসি।
আমরা যারা নিয়মিত ফেইসবুকে ব্যবহার করি এবং বন্ধুদের সাথে নানা রকম মজায় মেতে উঠতে পছন্দ করি, আমাদের সেই মজাগুলি আরও কয়েকগুন বাড়িয়ে দেওয়ার মত কিছু উপায় জেনেছিলাম কিছু দিন আগে । সবার সাথে শেয়ার করব করব করেও করা হচ্ছিল না । অবশেষে আজ শেয়ার করলাম । আশা রাখি সবার ভাল লাগবে ও প্রচুর মজা পাবেন ।
১। বন্ধুর সাথে মজা: http://facebook.com/profile.php?=73322363 এই লিংকটি দিয়ে আপনি যদি কিছু লিখেন, ফেইসবুকে লগইন অবস্থায় এটি যেই দেখবে সে এটি তার প্রোপইলের আইডি হিসেবে দেখবে । শিউর হওয়ার জন্য আপনি চাইলে আপনার ফেইসবুকে লগইন থাকা অবস্থায় ব্রাউজারে ট্রাই করতে পারেন, এটি আপনাকে আপনার প্রোপাইল পেইজেই নিয়ে যাবে ।
২। উল্টা-পাল্টা 69: আপনি যে স্ট্যাটাস দিতে চান সেটিকে নিচের চিত্রের মত উল্টা-পাল্টা করেও দিতে পারেন ।
শুধু মাত্র নিচের দুটি সাইটের যেকোন একটিতে গিয়ে প্রথম বক্সে স্ট্যাটাস লিখলেই ২য়টিতে আপনি উল্টা করে লেখাটি পেয়ে যাবেন । তারপর ফেইসবুক স্ট্যাটাস বারে কপি-পেষ্ট করলেই হয়ে গেল । তবে আপসোস হল সাইট দুটির কোনটিই বাংলা সাপোর্ট করেন ।
টাইপ-আপসাইড-ডাউন
আপসাইড-ডাউন-টেক্স্ট
৩। ফেইসবুক স্ট্যাটাস বারে সিমবল: ফেইসবুক চ্যাটে সিমবল ইউজ করা গেলে স্ট্যাটাসে সিমবল ইউজ করা যায়না ।
কিন্তু এখন থেকে যাবে । নিচে দেয়া সাইটটিতে গিয়ে আপনার পছন্দের সিমবলটি কপি করে স্ট্যাটাসবারে পেষ্ট করুন ।
ফেইসবুক সিমবল
undefined
৪। বন্ধুকে ট্যাগ করুন আপনার স্ট্যাটাসেই: এটা অনেকেই হয়তো জানেন যে , টুউটারের মত ফেইসবুকে @ ব্যবহার করে কাউকে ট্যাগ করা যায় । যাকে ট্যাগ করতে চান তার নামের আগে @ ব্যবহার করলেই ট্যাগ হয়ে যাবে।
৫। নির্দিষ্ট সময় পরপর স্ট্যাটাস দিন: খুব সহজেই আপনার হয়ে এ কাজটি করে দিবে এই সাইট । ফেইসবুকে কানেক্ট করে টাইমজোন সিলেক্ট করুন । তারপর যা বলার আছে বলে সময় ঠিক করে নিন ।
বি:দ্র: বাংলা লিখতে প্রবলেম হওয়ায় লেখাতে ভুল থাকতে পারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।