আমাদের কথা খুঁজে নিন

   

বোধিবৃক্ষে হয়ে থাকি সবুজ পুণ্য

সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে দেখেছি পৃথিবী এক পলক পড়ার মত সুধীর চলন তারাতোলা আকাশ শরীরে যার বিজলী ধনুক আষাঢ় অধীর রাতে বুক পাতি জল নির্জন... এখন আমরা যেন পৃথিবীর নই বোধিবৃক্ষে হয়ে আছি সবুজ পুণ্য, এই বজ্রগর্ভ রাতে ইথারে ছড়িয়ে তার শ্লোক বুকে লই হৃদি জাগো হৃদি জাগো রাত্রিশ্মশানে দোলে থৈ থৈ কৃষ্ণবাতাস সুপ্ত পয়ার প্রেমে প্রতীকহীনারে তুলে আনো, ঘুমলি তেপান্তর ছেয়ে যেন নারীর স্বভাব ছুঁড়ে দাও মুদ্রা যত জানো আহা পলক পড়ার মত সুধীর চলন তার রূপরাশি প্রাণের মোহন তারাতোলা আকাশ শরীরে ছিল চুপ গজলের সুর জেগে ছিল মহেন্দ্রক্ষণ মাভৈ মাভৈ যাও বুক পাতো নীল নির্জনে চোখ জাগো ভোর দেখ রূপরাশি দিন বর্ষায় অন্ধ অন্ধ হোক চিতাচোখ হরিণ মায়ায়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.