এক দশকে একদিনও স্কুলে অনুপস্থিত না থেকে অনন্য রেকর্ড গড়েছে তিন ভাই বোন। যুক্তরাজ্যের এ তিন ভাই বোনের গত ১২ বছরে স্কুলে উপস্থিতির হার শতকরা ১০০ভাগ। বড় ধরনের কোন অসুখ বিসুখ ও তাদের এত দিন স্কুলে উপস্থিত হওয়া থেকে দূরে রাখতে পারেনি।
ভাই ড্যানিয়েল এবং তার দুবোন হলি ও চলি। এই তিন ভাইবোন তাদের ৪র্থ শ্রেণীতে পড়া অবস্থা থেকে একদিনও স্কুলে অনুপস্থিত ছিলনা।
হলি এবং ড্যানিয়েল সম্প্রতি ক্রাইষ্টচার্চ এবং হ্যানহাম হাই স্কুল থেকে তাদে মাধ্যমিক শিক্ষা শেষের পথে। তাদের মা জ্যানেট বলেন : প্লে গ্রুপে পড়া অবস্থায় এদের সবারই জলবসন্ত হয়েছিল। তাছাড়া ড্যানিয়েল চার বছর আগে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে । সে সময় তার অস্ত্রোপাচার করে অ্যাপেনডিক্স কেটে ফেলা হয়। কিন্তু তারপরও এরা সে সময় প্রতিদিন স্কুলে যেত আর জ্বর ও সাধারন সার্দি কাশিরতো পরোয়াই করত না এরা।
পড়াশোনা আর স্কুলের প্রতি এত আগ্রহ দেখে আমি কখনও তাদের নিষেধ করিনি। এদের পরীক্ষার ফলও বেশ ভালো। তাই শুধু আমি না ওদের স্কুলের শিক্ষকরাও এ বিষয়টি নিয়ে বেশ গর্বিত। এ ব্যাপারে ড্যানিয়েলের মন্তব্য : আমি কখনো স্কুলে অনুপস্থিত থাকিনি। আমার মনে হতো যদি অনুপস্থিত থাকি তা হলে অনেক কিছু মিস করব।
এটা আমার অভ্যাসে পরিনত হয়েছে। আর তার পরিবারও তাকে সব সময় স্কুলে যেতে উৎসাহ দিয়েছে বলে ড্যানিয়েল জানায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।