আমাদের কথা খুঁজে নিন

   

আকাশমণি ও ইউক্যালিপটাস গাছকে না বলুন।

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। গাছ লাগানো আমাদের পবিত্র দায়িত্ব হলেও গাছ নির্বাচনের সময় আকাশমণি ও ইউক্যালিপটাস গাছকে না বলুন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই গাছ ২টি মোটেও উপযোগী নয়। আকাশমণি গাছ তাড়াতাড়ি বাড়ে টিকই কিন্তু এই গাছের কাঠ তেমন উন্নত মানের হয় না।

এই গাছের ফল মানুষ খেতে পারে না। সব চেয়ে খারাপ যে টা তা হলো আকাশমণি গাছের ফুল থেকে প্রচুর পরিমাণে পরাগ রেণু বের হয় যা মানুষের জন্য এলার্জিক। সর্দি –কাশি তৈরীতে এই রেণূ খুব কার্যকরী। তাই আকাশমণি গাছকে না বলুন। ইউক্যালিপটাসও আমাদের দেশী গাছ নয়।

বিদেশী গাছ। তাড়াতাড়ি বাড়ে। এর কাঠ ও তেমন উন্নত মানের নয়। গাছের ফল মানুষ খেতে পারে না। এই গাছের সব চেয়ে খারাপ দিক হচ্ছে- এরা প্রচুর পরিমাণে পানি খায়।

এরা এতো বেশী পানি শোষণ করে যে, এই সব গাছের আশেপাশে জলাশয় না থাকলে মাটিতে রসের পরিমান কমে যেতে পারে। ফলে অন্য ফসল কিংবা গাছের জন্য পানির সমস্যা হতে পারে। খরা মৌসুমে এটা আরো প্রকট হতে পারে। তাই ইউক্যালিপটাস গাছকেও না বলুন। ভাল গাছ লাগান।

ফলের গাছ লাগান। কাছের গাছ লাগান। পরিবেশ রক্ষা করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।