নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। সকালে ঘুম হতে উঠার পরেই আমাকে অলসতা ঘিরে ধরলো। কিছু করতে ইচ্ছে করছিল না, এমনকি অফিসে যেতেও ভাল লাগছিল না। কিন্তু না, মনকে মানালাম, ভাল থাকতে হবে, নিজেকে গড়তে হবে, আর এর জন্য অফিসে যেতে হবে। কর্মব্যস্ততায় নিজেকে ঘিরে রাখতে হবে।
তাই তারাতারি ফ্রেশ হয়ে অফিসে যাবার জন্য প্রস্তুতি নিয়ে বাসা হতে বের হয়। হাটতে ইচ্ছে করছিলনা, তাই রিক্সা খুজতে থাকি। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় একটাও রিক্সা পাইনি। বাধ্য হয়ে হেটে আসি। অতঃপর বিআরটিসি বাসে করে কাকলী।
সকালে অফিসে ঢোকার আগেই নাস্তা করে নেই (যদিও আমার এত সকালে নাস্তা করতে ভাল লাগে না) এবং অন্যান্য দিনের চেয়ে দিগুন খেয়ে ফেলি (সাধারনত আমি খুব কম খেতে পছন্দ করি)। যদিও পরে ভাল লেগেছে। কারণ আমি আমার ভাল থাকার জন্য চেষ্টা করছি, অফুরন্ত চেষ্টা করছি। আমার এই চেষ্টার মাঝে কোন ত্রুটি নাই। কেউ আমাকে বলেছিল যে, আমি নাকি কোন কাজ করার জন্য, ভাল কিছু পাবার জন্য চেষ্টা করি না।
কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি কি পরিমান চেষ্টা করি। আমি আমার নিজেকে বোঝার চেষ্টা করছি এবং আমার বিশ্বাস আমি পারছি, আমি আমার নিজেকে বুঝতে পারি।
যদি আল্লাহ আমার সহায় হোন, তাহলে আমি আরো ভাল থাকতে পারবো। আমি আমার একাকিত্বকে উপভোগ করতে চাই, কষ্টগুলোকে জয় করতে চাই। মাথা উচু করে দাঁড়াতে চাই।
সবাইকে দেখিয়ে দিতে চাই, আমি পারি, আমি পারবো। কারো জন্য আমি কখনো থেমে থাকবো না। আমার পেছলে কেউ না থাকলেও আমি মরে যাব না। আমার আমি এবং আমার কষ্ট কষ্ট সুখগুলোকে নিয়ে আমি খুব ভাল আছি। অফুরন্ত ভাল আছি।
আমাকে ভাল থাকতেই হবে।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।