আমাদের কথা খুঁজে নিন

   

বোনাস দিতে পারবে মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত সব মিউচুয়াল ফান্ড নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস দিতে পারবে। মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনীর মাধ্যমে এ সুযোগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে মিউচুয়াল ফান্ডগুলো কেবল নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারত।
আজ বুধবার কমিশনের ৪৮৭তম সভায় সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা ২০০১-এর বিধি ৬৬-এর সংশোধনী অনুমোদন করে। শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংশোধিত ওই বিধিমালায় বলা হয়েছে, ‘লভ্যাংশ বিতরণ ও এর সীমা প্রত্যেক মিউচুয়াল ফান্ড তার বার্ষিক হিসাব সমাপ্ত হওয়ার পর প্রতিটি স্কিমের বিপরীতে ইউনিট মালিকগণের মধ্যে এই বিধিমালার আলোকে ও ট্রাস্টির মতামত সাপেক্ষে নগদ লভ্যাংশ অথবা পুনর্বিনিয়োগ (বোনাস) অথবা উভয়ই ঘোষণা করতে পারবে। তবে এর পরিমাণ স্কিমের বার্ষিক লাভের ৭০ শতাংশের কম হবে না। ’
এতে আরও বলা হয়, ‘যেসব বর্ধিঞ্চু বিনিয়োগ স্কিমের প্রকৃতি ও সম্ভাবনা সম্পর্কে শুরুতেই বিনিয়োগকারীদের সম্পূর্ণরূপে জানানো হয়েছিল এসব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ওই লভ্যাংশ প্রদানের হার বার্ষিক লাভের কমপক্ষে ৫০ শতাংশের কম হবে না। ’
তবে এতে শর্ত আরোপ করে বলা হয়, ‘ওই লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণের ৪৫ দিনের মধ্যে ইউনিট মালিকগণের কাছে বিতরণপূর্বক এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পরবর্তী সাত দিনের মধ্যে কমিশন, ট্রাস্টি ও হেফাজতকারীর কাছে দাখিল করতে হবে।

’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.