আমার ব্যক্তিগত ব্লগ
অফিসে কিছু অলিখিত নিয়ম আছে, কেউ জয়েন করলে তাকে সবাইকে একবার খাওয়াতে হয় (আমি সামহোয়্যার ইনের প্রথম এমপ্লয়ি হওয়ায় এই কাজ করতে হয়নি)। বেশ কিছু নতুন কলিগ জয়েন করেও খাওয়ানোর ব্যাপারে গড়িমসি করছিল। আজ কি করে কে জানে 4 জন মিলে একসাথে ইফতার খাওয়ালো (আমার এক বসের জন্মদিনও ছিল আজ, শুভ জন্মদিন "এসপেন")। পুরান ঢাকার ইফতারি...। ভেবেছিলাম আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে..। ভালো লাগবে না। কিন্তু খুবই মজা লেগেছে। আমি খেয়েছি "বড় বাপের পোলায় খায়" আর পরাটা। ধন্যবাদ ফাতেমি, রায়ান, ফারিহা আর মইন ভাই (কুখ্যাত গড়িমসি পার্টি, মইন বাদে, ও সবচেয়ে নতুন)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।