noyhing ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ তাঁর স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানের তাঁকে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, আজ সকালে হাসান সাইদকে খুঁজতে দুই-তিন জায়গায় অভিযান চালানো হয়। পরে সাইদ উত্তর মুগদার একটি বাসায় অবস্থান করছে বলে তাঁদের কাছে খবর আসে। এরই ভিত্তিতে ডিবি পুলিশ দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।