এই সরকার একটি নতুন বিষয় তৈরী করে দিল রাজনীতি ধারায় ... যে বিষয় তা এখন যুগ যুগ ধরে রাজনীতি তে বেবহার হবে মানুষ এর মৌলিক অধিকারের উপর... যদিও অনেকে মনে করে রাজনীতি যারা করে তাদের কে ধরারর জন্য এইটাই দরকার... কিন্তু এইটা জানা উচিত্ত আমাদের দেশ এ যে কোনো আইন অপবেবহার করারর জন্য তৈরী হয় ... সেই কর্মকান্ডে ২ তিন জন রাজনীতিবিদ এর সাথে আটকে যায় অনেক গুলো নিরাপরাধ সাধারণ মানুষ ...রাজনীতিবিদ রা জন্মই হয়েছে এইভাবে আইন এর মাজে পরে মিডিয়া কে এক করে রাজনীতি করা.. তারপর সময় বুজে জামিন নিয়ে বের হয়ে যাওয়া ... কিন্তু নিরাপরাধ সাধারণ মানুষ এর কি হবে ?? একটি সত্য ঘটনা বলি . . দিপু ক্লাস ১০ এ পরে আজ হরতাল তাই স্কুল এ যাইবে না.. কিন্তু আমদের তো স্কুল এ পরাসুনা হয় না হয় কোচিং এ .. তাই হরতাল এর মাজেও কোচিং করতে যায় ...১২ তার দিক যখন কোচিং করা শেষ করে সে রাস্তায় হেটে হেটে বাড়ি ফিরছিল ..তখন দেখল একটা সরকার বিরোধী মিছিল যাচ্ছে ..দিপু এত্ত দিন টেলিভিসন এ এই ধরনের বিষয় বস্তু দেখেছে... কিন্তু বাস্তব এ আজ প্রথম দেখল.... দিপু কিছু বুঝার আগেই হঠাত মিছিল এর উপর পুলিশ এর আক্রমন... পুলিশ এর এরুকুম রূপ দেখে দিপু ভয় পেল.. র ভয়ে বুজতে পারলনা কি করবে... তার বুজা উচিত্ত ছিল তার এখন পা গুলা নিয়ে দৌড় দিতে হবে... কিন্তু যারা অভিজ্ঞ না তারা কিছু না বুজেই দাডিয়ে থাকে... দিপু তাই করছিল ... এরই মাজে কিছু পুলিশ তাকে ধরে নিয়ে গেল ...পুলিশ কে সেই যতই বুজলো যে আমর কাছে আইডি কার্ড আছে, আমি ছাত্র ততই পুলিশ তাকে জোরে কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো ... এরপর তাকে কি ভ্রাম্যমান আদালত এর কাছে নেওয়া হলো ,নাকি জেল এ ডুকিয়ে দেওয়া হলো হরতাল এ রাস্তায় থাকার কারণে, আমি জানি না.... হয়ত সে আজ মনে করতে শিকবে হরতাল এ রাস্তায় বের হওয়া তাও অনেক বড় অপরাধ ... আসলেই কি?? .... যদি সংবিধান এর ৩১ ধারায় বলা থাকে যে সবার নিজের পক্ষ নিয়ে কিছু বলা মৌলিক অধিকার .. সেইখানে সরকার ভ্রাম্যমান আদালত এ কার মৌলিক অধিকার রাখে ... মজার বিষয় হলো ভ্রাম্যমান আদালত এ দুইজন সাক্ষী লাগে ... র এই আদালত এ সাক্ষী দেয় সেই পুলিশ যে থাকে ধরে নিয়ে আসছে ... তাহলে কি জনগণ কে না চাইলেও হরতাল এর সমর্থনে বাসায় থাকতে হবে নিজের নিরাপত্তার জন্য ??? যেখানে সংবিধান বলে সব হইল মানুষ এর জন্য .. সেইখানে সরকারের সংবিধান বলে সব হইল ক্ষমতার জন্য ...তাহলে কি দরকার এই সংবিধান ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।