কোরআন মজিদে আল্লাহ পাক বলেন
***********
এবং ইহাই { ইসলাম } আমার সহজ সরল পথ , এতএব ইহারই
অনুসরন কর , আর অন্য সব পথে চলিওনা , কেননা তাহা হইলে
তোমরা আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হইয়া যাইবে , এইসব ব্যাপারে
তিনি তোমাদিগকে বার বার তাগিদ করিতেছেন , যেন তোমরা পরহেজগার হইতে পার । সুরায়ে আনআম ৮ প্যারা ১১ রুকু , ১৫৪
আয়াত । ।
হাদিস শরিফ নুর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহেওয়াচ্ছাল্লাম বলেন ,
**********
এহুদিদের মধ্য ৭১ দলে বিভক্ত ছিল তম্মধ্য এক দল ব্যাথিত বাকি ৭০ দল জাহান্নামি ।
নাছারাদের মধ্য ৭২ দলে বিভক্ত ছিল এর মধ্য এক দল ব্যথিত
বাকি ৭১ দলই জাহান্নামী ।
আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে ১ দল ব্যাথিত বাকি
৭২ দলই জাহান্নামি ।
তিরমিজি এবং ইবনে মাজাহ শরিফে হাদিস টি এইরূপ
আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইবে । তার মধ্য এক দল ব্যথিত
সকল দলই জাহান্নামি হইবে । তখন ছাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাছুলুল্লাহ সা কোন দলটি বেহেস্তি হইবে ।
হুজুর পাহ নুরে খোঁদা সা ইরশাদ ফরমান , আমি এবং আমার ছাহাবায়ে কেরামের আকায়েদের উপর যাহারা প্রতিষ্ঠিত থাকিবে ,
তাহারাই বেহেস্তি হইবে ।
।
আর সেই জান্নাতি দলের নাম হইবে , আহলে ছুন্নাতওয়াল জামাত ।
বিঃ দ্রঃ শিবির , তবলীগ , জামায়াত , হেফাজত , মদুদি ,
সালাফি , দেওবন্দি , কাদিয়ানি , অহাবি , মাদুসি , জঙ্গি এইসব
মানুষের মন গড়া দল । নিজেকে জাহির করা বা রাজনৈতিক পায়দা লুটের জন্য যারা সরব থাকে তারা ইসলাম থেকে অনেক দূরে ।
নবীজী এরশাদ ফরমান , যারা লোক দেখানো এবাদতের শামিল
তারা পথ ভ্রষ্ট , কেননা এবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্য
এক আল্লাহ ব্যথিত আর কারও নিকট মাথা নত করা কুফুরির
শামিল ।
।
হাদিস
হাদিস দলিলের জ্ঞান না থাকলে মন্তব্য করা উচিৎ নয়
আর গঠন মুলক মন্তব্য অবশ্যই বন্ধুত্তের পরিচয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।