মৃত্যুর রাস্তা আর কাগজে বানানো ফুলের রঙ্গীন গন্ধে মৌ মৌ করছে এক পরিত্যক্ত আত্মার সরাইখানা একটা সবুজ কুকুরের মত বেহালায় গড়িয়ে পড়ছে আমাদের গতজন্মের প্রেমের মধু পিচ্ছিল জন্ম নীল হয়ে গেল যখন আকাশ চুরি করে একটা বাদামী ঘড়ি নিজ হাতে থামাবার চেষ্টা করছে তার অনিয়ন্ত্রনের লাল রং-এ উন্মাদ পেন্ডুলাম মৃত্যুর রাস্তায় শুকানো লোহিত সাগরের শেষ লবণ দানা তোমার দেহ থেকে শুষে নিল শেষ ঘাম আর আমার শিরার টানটান শেষে স্তিমিত রক্তের মত বেঁজে উঠলো মৃত্যর রাস্তা আর ধোঁয়া উঠলো মরা গলিত প্রেমিক ঈশ্বরের সিগারেট থেকে শেষবার যেন হাসোজ্জ্বল এক বাঁশীর গোপন কান্না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।