আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে গ্রেফতার ও তাৎক্ষণিক সাজা প্রসংগে কিছু কথা

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আমি সকালে হরতাল পরিস্থিতি জানতে অনলাইনে কতগুলো পত্রিকাতে চোখ বুলাচ্ছিলাম। " হরতালে গ্রেফতার ও তাৎক্ষণিক সাজা"- এই খবরটা আমাকে খুব অবাক করল যে, পুলিশ এতটা কর্মতৎপর সংগে ভ্রাম্যমান আদালত। আমরা সাধারন মানুষ যারা নিজের বিচারের আশায় পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, তাদের তো তাৎক্ষণিক বিচার পাওয়ার নজির এই নেই। তখন ভ্রাম্যমান আদালত কোথায় থাকে?? আমরা কেন দরকারের সময় তাদের খুঁজে পাই না। সব সরকারের পুতুল হয়ে কাজ করে পুলিশ এবং তার সহযোগী আদালত। এই জন্যে পুলিশ সম্পর্কে সাধারন মানুষের ধারনা কোন সময় পজিটিভ থাকে না। আমাদের ধন সম্পদ লুট হয়ে যায়, আমাদের আপনজন খুন হয়ে যায়, কোন সময় তাদের লাশ আমরা খুঁজে পাই না, আমরা এই সময় বিচারের আশায় ঘুরে ঘুরে দীর্ঘশ্বাস নিয়ে ঘবে ফিরি। আমরা যারা সাধারন মানুষ আমাদের ক্ষেত্রে পুলিশ ও আদালত কোনদিন তাৎক্ষণিক ভরসা দিতে আন্তরিক নয়, কেননা তারা খুব ভালো করে জানে এতে তারা ব্যক্তিগতভাবে লাভবান হবে না। View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।