আমাদের কথা খুঁজে নিন

   

খগেন্দ্রর খেতাব কেড়ে নিলেন জুনরে বালাউইং

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। বিশ্বের ক্ষুদ্রতম মানব হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ফিলিপাইনের কিশোর জুনরে বালাউইং। ৫৯ দশমিক ৯৩ সেন্টিমিটার (প্রায় দুই ফুট) উচ্চতার জুনরে ক্ষুদ্রতম মানবের আগের রেকর্ডধারী নেপালের খগেন্দ্র থাপার চেয়েও ৭ সেন্টিমিটার ছোট। ১৮ বছর বয়সে পৌঁছানোর পর রোববার এই খেতাবের জন্য জুনরের নাম ঘোষণা করে গিনেজ কর্তৃপক্ষ। তার হাতে তুলে দেওয়া হয় ক্ষুদ্রতম মানবের 'সনদ'।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মাত্র ৫ কেজি ওজনের এই কিশোরের বাস ফিলিপাইনের উপকূলীয় সিন্দাগান গ্রামে। জন্মের পর জুনরের উচ্চতা ছিল এক লিটারের একটি কোকাকোলা বোতলের সমান। তার দৈহিক বৃদ্ধি থেমে যায় মাত্র দুই বছর বয়সেই। চার বছরের মাথায় জুনরের সমবয়সীরা যখন উচ্চতায় তাকে অনেকটাই ছাড়িয়ে যায়, তখনই টনক নড়ে তার বাবা-মায়ের। জুনরের বাবা রেনালদো জানান, ছেলের চিকিৎসার জন্য সাধ্যমতো ডাক্তার দেখিয়েছেন তিনি।

কিন্তু ফল হয়নি কিছুতেই। বরং ছেলের এই বামন-জন্মের পেছনে অদৃষ্টের একটি শুভ ইংগিত খুঁজে পান তিনি। রেনালদো জানান, জুনরের জন্মের আগে খুব খারাপ সময় পার করতে হচ্ছিল তাদের। কিন্তু ছেলের জন্মের পরপরই একটি চাকরি পেয়ে যান তিনি। পরিবারের খরচ চালানোর দুর্ভাবনাও দূর হয় তখন থেকেই।

"জুনরে আমাদের পরিবারে এসেছে সৌভাগ্য নিয়ে", বলেন তিনি। চার ভাইবোনোর মধ্যে সবার বড় জুনরে ঠিকমতো হাঁটতে পারে না। একটু বেশি সময় দাঁড়িয়ে থাকলেও মেরুদণ্ডে ব্যথা শুরু হয় তার। প্রতি বেলায় দুই আঙ্গুল পরিমাণ ভাত খেতে পারে সে। তবে মাংস তার খুবই প্রিয়।

আর সবচে প্রিয় হলো টেলিভিশনে যুদ্ধের ছবি দেখা। রোববার জুনরের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিন্দাগান গ্রামের মানুষকে আনন্দে ভাসিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের গ্রেইগ গ্লেনডে ঘোষণা করেন, "আজ থেকে জুনরে বালাউইংই বিশ্বের ক্ষুদ্রতম মানব। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.