A Hero will Rise Up Just In Time সময়ের সাথে প্রায় সবই হারিয়ে গেছে। আছে শুধু অল্প কিছু স্বৃতি।
ছোটবেলায় (এখনও) আমি বাইরে বেশী মিশতামনা। ফলে আমার সবসময়ের সঙ্গী ছিল আমার খেলনা গুলো। অনেক অনেক খেলনা ছিল আমার, যার ২% ও এখন নাই।
২/৪ টা যা আছে , সেটাও ধ্বংশাবশেষ।
১. আমার সবচেয়ে পছন্দের ছিল যু সেট। প্যাকেটের মধ্যে ভর্তি জীবজন্তু। প্রায় প্রতি ২ মাস পরপর আম্মু আমাকে একসেট যু সেট কিনে দিতে বাধ্য হতো। নতুন যু সেট আনার জন্য আগেই পুরোনো যু সেটের জীব জন্তু গুলো ফেলে দিতে হতো কিংবা লুকিয়ে রাখতে হতো।
প্রচুর যু সেট কিনেছি জীবনে। তার কিছুই নাই এখন আর।
২. আমার খুব পছন্দের একটা খেলনা ছিল এই গাড়িটা।
সেইসময় এটার দাম ছিল ৬৫০ টাকা। একটা রিমোট টাইপ বস্তু ছিল।
ওইটা ক্লিক করলে "কট" করে একটা শব্দ হতো। সেটা দিয়েই এই গাড়িটা কন্ট্রোল করতে হতো। পরে আবিস্কার করলাম, যেকোনো শব্দেই গাড়িটা কন্ট্রাল করা যায়। হাততালির শব্দেও গাড়িটা কন্ট্রোল করা যায়। (ছবিটায় গাড়িটার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে)
৩.
এই রোবটটা আপু স্কলারশীপের টাকা দিয়ে কিনে দিয়েছিল।
এটার দামও অনেক ছিল তখন। রোবটটা হাটতো, চোখ-মাথা-বন্দুকের লাইট জ্বলতো আর একটা শব্দ হতো। এটা আমার আর একটা পছন্দের খেলনা ছিল।
৪.
এটা জিনিষটা একটা গাড়ি ছিল। এটা গাড়ি হয়ে চলতো আর মিনিট খানেক পর এটা একটা রোবটে পরিনত হতো।
আবার মিনিটখানেক পর গাড়ি হয়ে যেত।
৫.
হি-ম্যান। এর পুরো সেট ছিল। মমড়া, হিম্যানের গার্ল ফ্রেন্ড, একটা বাটুল। এখন শুধু এর খোড়া ভার্সনটাই আছে।
আরও কিছু আছে যেগুলোর ছবি তুলিনি। দুইটা গাড়ি, একটা ভাঙ্গা প্লেন-যেটা রিমোট দিয়ে উড়াতে হতো, ৪ টা বন্দুক, ১ টা বিল্ডিং সেটের কিছু অংশ, কয়েকটা টেডি বিয়ার (ছেড়া-ফাটা) আরও টুকরা টাকরা কিছু খেলনা।
নীচের দুটো আমার এখনকার খেলনা।
এসট্রে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।