আমাদের কথা খুঁজে নিন

   

মডারেটর সমীপে......

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। সেফ/আনসেফ নিয়ে হাউকাউ এর ঘটনা সামুতে নতুন কিছু নয়। আমার ভাগ্য নিতান্তই ভালো বলে দ্বিতীয় পোস্ট দেয়ার সাথে সাথেই (৭দিনের মধ্যে) সেফ হতে পেরেছি। কিন্তু অভাগাদের কথা কে শুনবে?--- সামুকে ভালোবাসেন অথচ অনেক চেষ্টার পরও সেফ হতে পারছেন না এমনই একজন অভাগা সহব্লগার নোবেলবিজয়ী_টিপুর এই পোস্টটা দেখে কষ্ট পেলাম। পোস্টের টাইটেল পড়ে তো পুরাই টাসকি!-- "এই সময়টুকু গার্লফ্রেন্ডের জল্লাদ বাপেরে দিলেও মাইয়াটা আমার হাতে তুইল্লা দিতো/(মহামান্য মডুগন আমাকে ব্যান করুন" যতদূর জানি, সামুর মডারেটররা নতুন নিক রেজিস্ট্রেশনের পর প্রথম ৭দিন watch এ রাখে্ন। সেফ না করার একটা কারণ হতে পারে এই ওয়াচ টাইম এর ভিতর যথাসংখ্যক পোস্ট না দেয়া। ওয়াচের বাইরে চলে গেলে হয়ত এর পরের লেখাগুলো মডুরা আমলেই নেন না... নোবেলবিজয়ী_টিপুর মত এমন দুঃখী আনসেফ ব্লগারদের দুঃখ দেখলে কষ্ট পাই। অভাগাদের দুঃখ মোচনে মডুদের সদয় বিবেচনার অনুরোধ জানাচ্ছি... সকল আনসেফ ব্লগারদের সেফ হওয়ার শুভকামনা রই্ল...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।