সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এ #Hashtag সিস্টেমের ব্যাপক জনপ্রিয়তার পর এই বছরের জুন মাস থেকে #facebook Hashtag সিস্টেম চালু করে। কিন্তু পরিতাপের বিষয় হল- এই একমাসেও আমাদের বাংলাদেশের ফেসবুক ইউজাররা এর যথোপযুক্ত ব্যবহার জানে না। হ্যাশট্যাগ হল কোন টপিক কে ট্যাগ করা যার মাধ্যমে যেকোনো ফেসবুক ইউজাররা হ্যাশট্যাগটি ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট আলোচনা এবং সে-সংক্রান্ত তথ্যগুলো একসঙ্গে পাওয়া যায়। ফেসবুকে হ্যাশট্যাগ যুক্ত হওয়ার ফলে হ্যাশট্যাগযুক্ত শব্দে ক্লিক করেই নতুন একটি বক্সে পাওয়া যাবে এ-সংক্রান্ত যাবতীয় পোস্ট(যদি পোস্টটি পাবলিক করা থাকে)। উদাহরনস্বরুপ " #রাজাকার মুক্ত #বাংলাদেশ চাই " এখন ফেসবুকে যত লেখা এই #রাজাকার আর #বাংলাদেশ টপিক দিয়ে ট্যাগ করা আছে তা আমরা সহজেই ফেসবুকের মাধ্যমে জানতে পারবো রাজাকার অথবা বাংলাদেশ এর উপর ক্লিক করলেই। মূলত ফেসবুকের বিভিন্ন বিষয় যাতে হ্যাশট্যাগের মাধ্যমে সহজেই ব্যবহারকারীরা খুঁজে পান, সে বিষয়টি মাথায় রেখেই ফেসবুকের এমন উদ্যোগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।