গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে [২ক] অনুচ্ছেদ “রাষ্ট্রধর্ম ইসলাম” কে চ্যালেঞ্জ জানিয়ে পুরনো একটি রিট আবেদন পুনর্জীবিত করা হয়েছে। এ আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রাষ্ট্রধর্ম ইসলাম কেনও অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রাষ্ট্র পক্ষকে আগামী ১৬ ই জুনের মধ্যে জবাব দিতে বলেছে। ৮ জুন বুধবার সর্বোচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ থেকে এ রুল জারি করা হয়।
উল্লেখ্য, সাবেক সামরিক শাসক এরশাদ ১৯৮৮ সালে ৩০ নং আইনের ২ ধারা বলে ২ক অনুচ্ছেদ যেখানে লেখা আছে ” প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম”, এই অনুচ্ছেদটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে যুক্ত করেন। একই বছর দেশের বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ তৎকালীন সামরিক শাসকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে রিট দায়ের করে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।
সেদিনের প্রতিবাদ কারীদের মধ্যে ছিলেন প্রয়াত কবি সুফিয়া কামাল, প্রয়াত বিচারপতি দেবেশ ভট্টাচার্য অধ্যাপক সিরাজুল ইসলামে ও ড. আনিসুজ্জামানের মত ব্যক্তিবর্গ। সর্বমোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি রিট আবেদনকারীদের মধ্যে ছিলেন। এদের মধ্যে ৫ জন বিভিন্ন সময়ে মারা যান। যারা জীবিত আছেন তারা হলেন অধ্যাপক খান সারোয়ার মুর্শিদ, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, মেজর জেনারেল সি.আর দত্ত(বীর উত্তম), ফয়েজ আহমেদ, ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক আনিসুজ্জামান, ড. বদরুদ্দিন ওমর, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক মোশারফ হোসেন, বিচারপতি কামাল-উদ্দিন হোসেন। বাকীটুকু পড়তে এই লিংকে ক্লিক করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।