মুখোশ আমার এই নিঃসঙ্গতার দিনে ভাসছে ফড়িং ছন্নছাড়া-শরৎ মেঘের মত ফিরছে বাড়ি একলা পথে গাংচিল এক শুভ্র। তুই যদি আজ থাকতি পাশে বিষাদ আকাশ বদলে হত মাছরাঙ্গাদের ডানা। হঠাৎ করেই ঘুম বিরতির রাতে শিশির ঝরার শব্দ কানে দুলতে থাকা কাশফুলটির মিছেমিছি উচ্ছাস। এই সময়ে থাকতি যদি গুমোট হাওয়া বদলে হত নিথর পালের শ্বাস। “পান্ডুলিপি গুনছে প্রহর গা চকচকে মলাট”।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।