আমাদের কথা খুঁজে নিন

   

ডাকিলো আমার সাঁঝের সাথি।

মনের মাঝে সন্ধ্যা বাজে পূরবীর রাগে সুর মনোহর। দিন অবসানে রবি অস্তমিত হতে চায় রেখে যেতে চায় পৃথিবীটাকে কৃষ্ণালোকে। নিস্ঠুর দিবাকর? চলে যাক রবি রেখে যাক আঁধার আঁধার আমার ভালো লাগে। রবি তো বুঝে না যাওয়ার আগে সে যে আমায় অসাধারণ এক সন্ধ্যা উপহার দিয়ে যায়। তার চলে যাওয়ায় প্রকৃতি যখন তৈরি হয় অপূর্ব লালচে আভায়, আমি তখন অনুভব করি প্রকৃতির অপূর্ব এই রূপের কারণ খানি।

কারণ, আমি তার এই রূপটাকেই ভালোবাসি। সে ও তা বুঝে। তাই তো সে ও অপেক্ষা করে রবির অস্তমিত হওয়ার। লালচে শাড়ি পড়ে আমার আলিঙ্গনের। ডাকিলো আমার সাঁঝের সাথি অন্তর মাঝে অন্তর গাথি ছড়ায়ে তাহারি বসন রাঙা বাজায়ে বাঁশি অলস ভাঙা।

কিছুক্ষন পরে নামিবে আঁধার বনোমাঝে। মনোমাঝে নয়কো তাহার। সে তো হাসিবে, খেলিবে আবার আমারি আলিঙ্গনে। রবি তুমি চলে যেতে যাও? যাও তুমি প্রস্তুত হও। কিন্তু, সন্ধ্যারানীকে কিছুটা সময় আমার সাথে থাকতে দিও।

আমি যে তাকে বড্ড ভালোবাসি। অভিমান করেছো আমার সাথে? তা যে তুমি করতে পারো না সেটি আমি ভালোই জানি। তুমি ও তা জানো। কারণ তুমি ও যে আমায় বড্ড ভালোবাসো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.