আমি এক মাথা নষ্ট ছেলে। ওয়েব সাইট সম্পর্কে আমার কোন পুঁথিগত জ্ঞান নাই। তাই মাঝে মাঝে আপনাদের কাছে সাহায্য চেয়ে বিরক্ত করিবো এই ধান্দায় সামহয়াররে আসিয়াছি . মাথায় দুইটা সমস্যা। একই পোস্টে দুইটাই চালান করে দিলাম।
১।
কয়েকদিন আগে ওয়েব সাইট বানানোর উদ্দেশ্য ১ জিবি স্পেস এবং দশ জিবি ব্যান্ডউইথ কিনে নেই বাংলাদেশের একটি হস্টিং কম্পানি থেকে(কম্পানি মনে হয়না। রিসেলারই হবে)। এই মাসে শুরুর দিকে সাইট অনলাইনে আনি। কিন্তু আজ মাসের আট তারিখ। আমার ব্যান্ডউইথ শেষ।
কম খরচে সাইট বানানো এই চিন্তা ধারা থেকে এখন আমি তাই ভালই লাভবান( কতটা সেটা নিজেই টের পাচ্ছি)। আসলে আমার দরকার এখন আনলিমিটেড স্পেস এবং ব্যান্ডউইথ। যাই হোক। গুগল মামাকে জিজ্ঞেস করে অনেক সাইটের ঠিকানা পেলাম। যারা মাসে ২-৫ ডলারের মধ্যেই আনলিমিটেড হস্টিং দিচ্ছে।
এমন কি ৯/১০ ডলার দিয়ে রেড ফাইভ হস্টিংও দিচ্ছে !!! হিসেব করে দেখলাম যেই টাকা দিয়ে আমি ১ জিবি নিয়েছি সেই টাকা দিয়েই তারা আনলিমিটেড দিচ্ছে। আমার প্রশ্ন এটা কিভাবে সম্ভব? ২৪ ঘন্টা লাইভ সাপোর্ট থাকার সুবিধায় এই প্রশ্ন তাদেরকেই করলাম। আমাকে কেউ কেউ উত্তর দিল '' প্লিজ নোট। উই এলাউ ১০% অফ ইউজারস অফ টোটাল সার্ভার স্পেস, আরও কি কি হাবিজাবি'' আমি পুছলাম তোদের টোটাল স্পেস কত। তখন চান্দুরা আর কথা কয় না।
এখন আপনাদের শরণাপন্ন হচ্ছি। আমি স্টুডেন্ট । বাপে যা হাত খরচ দেয় তারচেয়ে বেশি সিগারেটেই যায়। আমি চাচ্ছি হস্টিং বাইরের থেকে নিতে। এরা নেটে যা দিয়ে রেখেছে তা কি সত্যি? সত্যি কি মাসে ২/৪ ডলার খরচ করে আনলিমিটেড স্পেস এবং ব্যান্ডউইথ পাওয়া যায়? অভিজ্ঞ যারা আছেন দয়ার হাতখানা আমাকেও একটু দেখান দেখি।
২। আমার পেপেল একাউন্টে ডলার দরকার। দয়াবান কেউ কি আমার কাছে কিছু ডলার বেচবেন? দয়া দেখাইতে কমেন্ট দেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।