আমি জীবনের সাথে যুদ্ধ করতে চাই না, জীবনেক সুন্দর ভাবে গড়ে তুলতে চাই। তিন চার দিন আগে এক ব্লগারের প্রোফাইলে গিয়ে নিচের এই তথ্যটি পায় । অবশ্য ১-২ মাস আগে 'ছুটির দিনে" তে আমি এই তথ্যটি পেয়েছিলাম ।
......................
"ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি ও-এন-ই = ওয়ান, টি-ডব্লিও-ও=টু; কিন্তু এই বানানগুলোর মাঝে ও কিছু মজা লুকিয়ে আছে।
ইংরেজি বর্ণমালা-র প্রথম চারটা বর্ণ হচ্ছে এ, বি, সি, ডি কিন্তু ওয়ান থেকে নাইনটি নাইন পর্যন্ত স্পেলিং এর কোথাও এ,বি,সি,ডি ব্যাবহৃত হয়নি।
ডি কে প্রথম ব্যাবহার করা হয়েছে হান্ড্রেড (100) এর সময়।
ওয়ান (1) থেকে নাইন নাইনটি নাইন (999) পর্যন্ত এ, বি এবং সি - এর কোনো ব্যাবহার নাই।
থাউজেন্ড স্পেলিং এ এসে প্রথম এ (A) কে ব্যাবহার করা হয়েছে।
বি এবং সি কে বিলিয়ন এর আগে দেখুন তো কোথাও খুজে পান কিনা ? পাবেন না কারণ প্রথম বারের মতো বি(B) বিলিয়নের আগে কোথাও আসেনি।
এবং সবচেয়ে হতভাগা হচ্ছে সি (C), গননার কোনো সংখ্যাতেই তার কোনো উপস্থিতি নেই।
" তথ্য এতটুকুই । এখন মজার ব্যপার হল ;
আমার ছোট ভাই যার বয়স এখন ৬, C দিয়ে সংখ্যা বের করেছে ।
কিভাবে বলি; একদিন ও আমাকে বলল, "আপু I love you." আমি বললাম, "I love you too." সে মনে করেছে two. তাই বলল, "I love you 3,4,5,6......." আমি মজা করে বললাম, "I love you শত শত। " সে উল্ট আমাকে বলল, "I love you হাজার হাজার,। " আমি তারপর বললাম, "I love you লাখ লাখ ।
" এবার সে আমাকে বলল, "I love you কোটি কোটি। " যেইনা আমি বললাম, "I love you বিলিয়ন...." সে তাড়াতাড়ি বলতে লাগল, "I love you সিলিয়ন, ডিলিয়ন, ইলিয়ন .............জেডলিয়ন । " আমি অবাগ হয়ে গেলাম এগুলো সে কী বলে! তারপর বলল, "আমি তোমাকে জেডলিয়ন বলে দিয়েছি তুমি আর কিছু বলতে পারবেনা "
আসলে সে প্রমাণ করতে চেয়েছে সেই আমাকে বেশি ভালবাসে ।
আর এখনত I love you বললে তাড়াতাড়ি বলে দেয় "I love you জেডলিয়ন" গতকাল আমি যখন বলি, "I love you unlimitted." সে চটপট বলে দেয়, "I love you funlimited."
শেষ র্পযন্ত তার কাছে হার মানলাম কারন আমি তার চেয়ে বেশি ভালবাসতে পারবনা । কারন সে আমাকে অফুরন্ত ভালবাসে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।