আমাদের কথা খুঁজে নিন

   

দূর্বাঘাসের প্রতিবেশীদের ছবি দেখতে চাইলে চলে আসুন

I am a disciplined man ! (আজ দূর্বাঘাসের মনে অনেক আনন্দ। কারণ এই প্রথম ব্লগে সে ফটো পোস্ট দিতে যাচ্ছে। খুশীতে ডগমগ লাগছে তার। কিন্তু অনেক কষ্ট আসলে কাজটা। নিজ হাতে ফোটো স্ন্যাপ নেয়া, এরপর সেগুলো এডিট করা, এরপর সে সব অনেক ধৈর্যের সাথে আপলোড করা।

সুতরাং এতদিন বিভিন্ন ফটো ব্লগ শুধু দেথে দেখে দূর্বাঘাসের করা কমেন্টে যদি কোন ফটো ব্লগার কষ্ট পেয়ে থাকেন তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ) আজ এই প্রথম ফটো ব্লগটা আমার পরম শ্রদ্ধেয় আলোকচিত্রী গুরু কাজী রওনক হোসেনের কর কমলে সমর্পন করলাম। যিনি মাসুদ রানাখ্যাত কাজী আনোয়ার হোসেন এবং কাজী মোতাহার হোসেনদের বৃহত্তর কাজী পরিবারে জন্মেছেন । তিনি বর্তমানে বাংলাদেশের একমাত্র সঙ্গীত বিষয়ক নিয়মিত মাসিক 'সারগাম' পত্রিকার সম্পাদকের পদ অলংকৃত করে আছেন। সেই পরম শ্রদ্ধেয়বরেষুর জন্য এই পোস্টটি উৎসর্গ করলাম।

১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০. ৩১. ৩২. ৩৩. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.