আমাদের কথা খুঁজে নিন

   

মরমীয়া তুমি চলে গেলে,দরদী আমি কোথা পাবো।

হারিয়ে গেছো,ফিরে তো পাবো না। আজ গুরু,ক্রাকপ্লাটুনের গেরিলাযোদ্ধা,নিরহংকারী আযম ভাইকে নিয়ে ভেবেছিলাম কিছু লিখবো না। সবাই তো লিখছে,আমি না হয় সব পড়ি। কিন্তু পারলাম না। অসীম সাহসী এই যোদ্ধা যে গান গাইতে গাইতে যুদ্ধে ঝাপিয়ে পড়তো,যুদ্ধে শত্রুর সংখ্যা নিয়ে যে ভাবিত ছিলো না,শুধু বলতো-ওরা সংখ্যায় কজন এটি আমি জানতে চাই না,ওরা কোথায় আছে শুধু সেটা বলো।

এমন যোদ্ধাকে হারিয়ে দেশ শোকাহত হবে না তো কখন হবে? হে বীর তুমি এমন দুম করে মরে গেলে,তোমার সাথে যে অনেক না বলা কথা ছিলো। তোমাকে যে আমরা অনেক ভালোবাসতাম। সতিনাথের সেই গানটি আজ বড় মনে পড়ছে-মরমীয়া তুমি চলে গেলে,দরদী আমি কোথা পাবো। জানি মানুষ মরনশীল,তবূও তোমার অন্তিমযাত্রায় সেই বাণীটি পড়লাম- মৃত্যুর জানাজা মোরা কিছুতেই করিবো না পাঠ, কবরের ও ঘুম ভাঙ্গে। জীবনের দাবী আজ এতই বিরাট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.