আমাদের কথা খুঁজে নিন

   

অযৌক্তিক হরতালে জনদুর্ভোগ বেড়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল অযৌক্তিক হরতাল আহ্বান করে জনগণের বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষের দুর্ভোগ বৃদ্ধি করছে। রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিশ্ব পরিবেশ দিবস-২০১১'-এর কর্মসূচীর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল যে ইসু্যতে হরতাল আহ্বান করেছে, তার কোন আইনগত ভিত্তি বা যৌক্তিকতা নেই। বিরোধী দল ইচ্ছা করলে সংসদের অধিবেশনে যোগ দিয়ে এ ইসু্যতে আলোচনা করতে পারে, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তাদের যদি কোন ফর্মুলা থাকে, তাও তারা সংসদে উপস্থাপন করতে পারে। তাদের ফর্মুলা নিয়ে সংসদে আলোচনারও সুযোগ রয়েছে। তিনি বলেন, সংসদে না এসে বিরোধী দল হরতাল ডেকে মানুষের দুর্ভোগ বৃদ্ধি করবে, আইন মানবে না, আদালতের রায় মানবে না_ তা হতে পারে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের কথা উলেস্নখ করে তিনি বলেন, আদালতের রায় সকলের মেনে চলা উচিত। বিএনপি আদালতের রায় মানবে না_এটা তাদের কোন্ ধরনের মানসিকতা? প্রধানমন্ত্রী বলেন, হরতালের নামে গাড়ি ভাংচুর, অগি্নসংযোগ, জনগণকে বিশেষ করে দিনমজুর শ্রেণীকে কাজে যোগদানে বাধা প্রদান কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বিরোধী দলের হরতাল সত্ত্বেও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচীতে অংশ নেয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল আলম এবং পরিবেশ বিভাগের মহাপরিচালক মনোয়ারুল ইসলাম। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।