আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে খালেদা জিয়াকে শেখ হাসিনার অভিনন্দন!!!!!!!!!!!!!!!!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি পরিবেশ দিবসের অনুষ্ঠানে বলেন, "হরতাল পরিবেশবান্ধব। গাড়ি-ঘোড়া নেই। ধুলো-বালু নেই, শব্দ নেই। এজন্য, আমি বিরোধীদলীয় নেতাকে অভিনন্দন জানাই। .... "তারা (বিরোধী দল) সমঝোতায় এলে মাসে একটা দিন হরতাল ডাকতে পারেন।

সেদিন কোনো গাড়ি চলবে না, শুধু রিকশা চলবে। রিকশাচালকরাও কিছু বাড়তি আয় করতে পারবেন", বলেন তিনি। ..... "তবে হরতালের নামে গাড়ি ভাংচুর, জ্বালাও-পোড়াও আর মানুষের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া কখনোই কাম্য নয়", যোগ করেন প্রধানমন্ত্রী। ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দিবসে হরতাল ডাকায় বিরোধীদলীয় নেতাকে রসিকতাচ্ছলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালু ভালু।

একেবারে নিরেট বিরোধীতার চেয়ে রসময় (অন্যটা নয়) বিরোধীতা বেশ কৌতুকতরও বটে!! নাকি বলেন? আবার কেউ বলেবন না যেন হাইকোর্টের আগের রায়ের প্রসংগে (রং হেডেড) ...তবে কিন্তু রসবোধ কেটে যেতে পারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।