আমাদের কথা খুঁজে নিন

   

রির্বন বেবি (সন্তান হীন মায়ের জন্য)

অদ্ভুত পৃথিবী যে সব মায়েদের সন্তান হারিয়েছে অথবা আর কখনো সন্তান জন্ম দিতে পারবেনা তাদের জন্য এসেছে রির্বন বেবি । এই রির্বন বেবি ইউরোপ ও আমেরিকায় জনপ্রিয় হয়েছে । আসুন দেখি কে এই রির্বন বেবি , এটি এক জাতীয় পুতুল দেখতে বাস্তবস্মত এ পুতুলের রয়েছে বিশেষ রেশমি সুতোর তৈরি চুল, শিরা, নখ ও চোখের পাপড়ি। এমনকি এতে জীবন্ত ভাব ফুটিয়ে তুলতে ঠোঁটের কোণে এক ফোঁটা লালার স্পর্শও দেয়া হয়েছে। এর মাধ্যমে সন্তান হারা মায়েরা দুধের স্বাদ ঘোলে মেটাতে চেষ্টা করছেন।

দেবরা কিং হল এই বেবির চিত্র আকিয়ে যিনি গত ৫ বছর যাবত কাজ করছেন । এর ডিজাইনার হলেন নিক্কি হান ,তিনি সন্তানহারা মায়েদের কথা চিন্তা করে এক ডজন পুতুল তৈরি করেছিলেন । অবশ্য তাদের ক্রেতাদের সবাই পুতুল খুব ভালোবাসেন। তিনি বলেছেন, অনেকেই এ পুতুলকে নিজের বাড়ির দোলনাতে সাজিয়ে রাখলেও কেউ কেউ ছুটিতে বেড়াতে যাবার সময়ও পুতুলকে তাদের সঙ্গে নিয়ে যান। বৃটেন থেকে ৩০০ ডলার দিয়ে অ্যাবি নামের পুতুলটিকে কিনে ৫৭ বছরের মার্কিন নাগরিক ইভ হ্যাস্টি বলেছেন, অ্যাবি তাকে তার লিকোমিয়াতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত বছরের মেয়ের কথাই স্মরণ করিয়ে দেয়।

নিক্কি হান আরও আশা করেন সামনে এই পুতুল সঙ্গী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাবে। অবশ্য মনোবিজ্ঞাানীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। ইনগ্রিড কলিনস নামের এক মনোবিজ্ঞানী বলেছেন, রিবর্ন বেবি সমস্যা সমাধানের চেয়ে সমস্যা সৃষ্টির ক্ষেত্রেই বেশি ভূমিকা রাখার ঝুঁকি রয়েছে। সুত্রঃ এখান থেকে (আরও জানুন)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.