জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি আজহারুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করলে সরকারকে কঠিন খেসারত দিতে হবে। ৫ জুনের হরতালে বাধা দিলে আবারও হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর একের পর এক হরতাল দিয়ে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। গতকাল সকালে পুরানা পল্টনে ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত থানা আমির সম্মেলনে এসব কথা বলেন তিনি।আজহারুল ইসলাম সরকারের উদ্দেশে বলেন, জোর করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করতে পারবেন। এ জন্য আপনাদের চরম মাশুল দিতে হবে। সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান সচিবালয়সহ সবকিছু অচল করে দেওয়ার হুমকি দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের উদ্দেশে বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেব না। For Details: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।