আমার যে পোস্ট টি ডিলিট করেছেন মডুরা! Click This Link আমি কষ্ট করে আজ একটি পোস্ট লিখেছিলাম ভাইরাস নিয়ে, যে ভাইরাসটি মানুষের মাঝে রোগ ছড়ায়। ভাইরাসটি নিশ্চিত হওয়া গেছে ২২শে জুলাই একটি পাব্লিকেশন দেখে। এই মাত্র আমার কাছে সামু থেকে ইমেইল আসল এরকম-- "ব্লগারদের নির্দিষ্ট সংখ্যক রিপোর্টের কারণে পোস্টটি আপাতত অটোমডারেশনের আওতায় সরিয়ে নেয়া হয়েছে। মডারেটরের উপস্থিতিতে এবং পর্যবেক্ষণে নীতিমালার আওতায় পড়লে পোস্টটি ১২ ঘন্টার মধ্যে আবারও ফিরিয়ে আনা হতে পারে। উল্লেখ্য, এই ক্ষেত্রে ব্লগার কর্তৃক লেখাটি পুনঃ লিখন বা পুনঃ প্রকাশ ব্লগীয় নীতিমালা বিরুদ্ধ হিসেবে বিবেচিত হবে।" আমি বুঝলাম না, এটা নিয়ে নির্দিষ্ট সংখ্যক কি রিপোর্ট হতে পারে! আল্লাহই জানে কার রিপোর্টে কার পোস্ট ডিলেট করেছে আমাদের দেশে আইনের মত! আমার পোস্টে যা লেখা ছিল তা আবার দিলাম, আপ্নারাই বলেন এখানে রিপোর্ট করার মত কি আছে? পোস্ট টা ছিল অনেকটাই এরকম--- "সম্প্রতি আমেরিকায় বিজ্ঞানীরা নতুন একটি ভাইরাস আবিষ্কার করেছেন যার নাম Heartland Virus! টিক এর কামড়ের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়! ব্যাক্টিরিয়ার মাধ্যমে টিক এর রোগ ছড়ানো আগে থেকেই জানা, কিন্তু ভাইরাস এর মাধ্যমেও ছড়ায় কিনা এ নিয়ে দ্বিধা ছিল! এ রোগের উপসর্গ, টিক এর কামড়ে ব্যাক্টিরিয়ার’র ইনফেকশনের মতই– ডায়ারিয়া, জ্বর, শারিরিক ক্লান্তি, শ্বেত রক্ত কণিকা কমে যাওয়া। তাই এন্টিবায়োটিক দিয়ে এরোগের চিকিৎসা সম্ভব নয়! http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23878186 "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।