বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) গুগলে তথ্য অনুসন্ধান আরও কার্যকরভাবে করার সুযোগ দিতে নতুন কিছু সুবিধা চালু হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি, তবুও ধারণা করা হচ্ছে, গুগল প্লাস ওয়ানই হতে যাচ্ছে সেই বিশেষ পদক্ষেপ। পূর্ণাঙ্গভাবে চালু করা না হলেও গুগলের পরীক্ষামূলক সাইটে এটি চালু করা যায়। এটি চালু থাকা অবস্থায় গুগলে কিছু খোঁজা হলে প্রতিটি ফলাফলের পাশে +১ লেখা একটি বোতাম দেখা যাবে। এর মাধ্যমে নিজের পছন্দগুলো পরিবার, বন্ধু ও অন্যদের জানানো যাবে।
কোনো নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে গুগল সার্চে যে ফলাফলগুলো দেখানো হয়েছে, সেখান থেকে একটি বা একাধিক সাইট থেকে ব্যবহারকারী সমাধান পেয়েছেন। সে ক্ষেত্রে তিনি গুগল প্লাস ওয়ান করলে অন্যরা এটি জানতে পারবেন। একইভাবে অন্যদের প্লাস ওয়ানগুলোও গুগল ফলাফলে দেখা যাবে। এর ফলে একাধিক অপশন থেকে সহজেই কার্যকর লিংকটি খুঁজে পাওয়া সহজ হবে। আর কোনো নির্দিষ্ট ব্যবহারকারীর প্লাস ওয়ানগুলো পাওয়া যাবে সেই ব্যবহারকারীর গুগল প্রোফাইল পাতায়।
https://plusone.google.com ঠিকানার ওয়েবসাইট থেকে পরীক্ষামূলকভাবে এ সেবাটি চালু করা যাবে। তবে এটি ব্যবহার করার জন্য গুগলে একটি অ্যকাউন্ট থাকতে হবে এবং গুগল প্রোফাইল চালু থাকতে হবে। গুগল প্লাস ব্যববহার করা হলে গুগল প্রোফাইলে প্লাস ওয়ান নামের একটি ট্যাব থাকবে। ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী প্রোফাইলের সঙ্গে এই ট্যাবটি সবার জন্য উন্মুক্ত করা যাবে অথবা গোপন রাখা যাবে।
তবে কোনো গুগল ফলাফলে +১ করা হলে সব ব্যবহারকারীই এটি দেখতে পাবে।
যদি অন্য ব্যবহারকারীটি বন্ধু বা কন্টাক্ট তালিকার কেউ হন, তাহলে তিনি আপনার নাম দেখতে পাবেন। আর যদি তালিকার বাইরের কেউ হন, তাহলে শুধু দেখতে পারবেন কত জন লিংকটি প্লাস ওয়ান করেছে। এটি অনেকটা ডিগ, স্টাম্বল, জেস বা ফেসবুক শেয়ার বাটনের মতো কাজ করবে, যদিও এটি এখন কেবলমাত্র গুগল সার্চের ফলাফলেই দেখাচ্ছে। কিন্তু পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর সব ধরনের ওয়েবসাইটেই এটি যুক্ত করা যাবে। — তথ্য সুত্রঃ Click This Link
কম্পিউটার ক্রয়ের আগে অবশ্যই জেনে নেওয়া উচিৎ যে সব বিষয়।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।