দেশের মানুষকে ভাল হতে হবে তাহলে দেশ ভাল হবে
জিমেইল অ্যাকাউন্টে বড় ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ অবস্থা গ্রহণ করেছে। সূত্র এ তথ্য জানিয়েছে।
একটি সুনির্দিষ্ট সোর্সকোড ব্যবহার করে চীনের এক হ্যাকার জিমেইল অ্যাকাউন্টে এ হ্যাকিং করেছে।
হ্যাকিংয়ের মূখ্য লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র এবং চীনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগের কয়েক হাজার শীর্ষস্থানীয় ব্যক্তির জিমেইল অ্যাকাউন্ট।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি মুখপাত্র এবং চীনের সাংবাদিকরা একটি হ্যাকিং ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এ নিয়ে ইন্টারনেট নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো অন্য সব ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানকে তথ্য নিরাপত্তা নিশ্চিতে সতর্ক করে দিয়েছে।
উল্লেখ্য, গত বছরই গুগল চীনের হ্যাকারদের মাধ্যমে কয়েক দফা হ্যাকের সম্মুখীন হয়। তবে গুগল প্রতিবারই পরিস্থিতি সামলে উঠেছে।
এবারও তার ব্যক্তিক্রম হবে না বলে গুগল সূত্র জানিয়েছে।
তবে এ হ্যাকিং ঘটনায় যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্পর্শকাতর তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে ইমেইল বিশেষজ্ঞরা অনুমান করছেন। তবে পরিস্থিতি কতটা নাজুক এ বিষয়ে গুগল কোনো তথ্য প্রকাশ করেনি।
সূত্র:View this link
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।