শুদ্ধতার আগুনে যেন সতত পুড়ি দৃষ্টির আলপথে হেঁটে চলা বিনাশের বিনায়ক-রোদ শুষে নিতে থাকে সবুজের সবটুকু প্রাণ; শিরাপথে ফিরে আসে বিগত রাতের অবশিষ্ট নিদ্রাটুকু গিলে খেয়ে ভুলক্রমে মনস্তাপের সিরাপ। গলা, বুক চষে নামে চাণক্য গীতের বেসুরো বিলাস; নিবারণ হয় না যদিও বাড়ে কেবল ধূর্জটি তিয়াস; কামের ঘামের নির্যাসটুকু বাকি থাকে অতি ছেনালের ঠোঁটের কোঁয়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।