আমাদের কথা খুঁজে নিন

   

আর একটা সুযোগ

শাকিলা তুবা আর একটা সুযোগ তুমি দাও দেখো চোখের জল কোথায় যায় ওয়াইনের গ্লাস বেয়ে পিঁপড়ে, পিঁপড়ের চোখের জলে আইস কিউব সারা দিন জেগে থাকে একটা আর্তি। সুযোগ পেলে যোগ্য উত্তরসুরী, কামরাঙ্গা থেকে মধুর চাষ করে কার কাছে বালি-ঘোলা পানিও জীবনদাতা? ভাইয়ের মৃত্যুশোকেই জীবন দিতে পারে উট তাহলে? একটি সুযোগ কি ওর প্রাপ্য নয়? আদিবাসীরা প্রতি ঋতুতে তীর ছোঁড়ে চাইলে মিলিয়ে যেতে পারো পাহাড়ে যাযাবরের কাফেলায় যুক্ত করতে পারো মন অসময়ে ফলাতে পারো সোনালী আমন ঝুঁকি না নিলে আগুন জ্বালানো শিখবে কি করে? কুয়াশা ভেদ করে হিম না এলে তপ্ত হবে না কাঞ্চন আর কামিনী এগুলোই তো জীবন নয় চেষ্টা তো করনি, সূর্যের ভুরুতে উল্কি তুলতে! জমানো বীজগুলো সব ধুলো হচ্ছে পাহাড়ি শিশু অবোধ চেয়ে চেয়ে অপব্যায় দেখে। ফাঁসির কড়িকাঠে মরচে পড়েছে নির্দিষ্ট দিনে ভক্তরা ধান, দুর্বা ফেলে যায় পুরাকীর্তি ঘেঁটে চাবি ছাড়া হয়নি পাওয়া কিছুই সেই চাবিটা ঘুরছে কেবল এ হাত ও হাত আর একটা সুযোগ তুমি দিও তালা খুলবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।