আমাদের কথা খুঁজে নিন

   

বাসসের খবর প্রত্যাহারে মনে প্রশ্ন জেগেছ: মিজানুর রহমান

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘গতকাল সন্ধ্যায় বিভিন্ন টেলিভিশনে বাসসের উদ্ধৃতি দিয়ে দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন, কোনো তদন্ত কমিটি লিমনের বিরুদ্ধে সন্ত্রাসী হিসেবে সম্পৃক্ত থাকার প্রমাণ পায়নি। তখন মনে হচ্ছিল, এত দিনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। কিন্তু রাতেই দেখলাম বাসসের এই খবরটি প্রত্যাহার করা হয়েছে। তাই এ নিয়ে প্রশ্ন জেগেছে। তার পরও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নিরীহ লিমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। লিমনের মতো আদিবাসীরাও ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না বলে আমি মনে করি।’ ‘আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি: ভূমি ও বন অধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।