আমাদের কথা খুঁজে নিন

   

স্বচোক্ষে দেখিলাম ডিজিটাল কারচুপি!

ইউপি নিবার্চনে দেশ জুড়ে সরকার দলের লোকদের হাঙ্গামা অবিরাম চলছে। নারায়নগঞ্জে চাকুরীর সুবাদে থাকলেও আমার ভোট হয়েছে নিজ গ্রাম মাদারীপুর জেলার শিবচর থানার উমেদপুর ইউনিয়নে। আজ ছিল উমেদপুর ইউনিয়নের ইউপি নির্বাচন। সকালে ভোট দেবার জন্য কাজী বাড়ি প্রাইমারী স্কুলের মাঠে লাইনে দাড়ালাম। ঘন্টা খানেক পর নিধারীত কক্ষে যাবার পর দেখলাম পোলিং এজেন্টদের সাথে পোলিং আফিসারদের ব্যাপক ঝগড়া চলছে।

আমাদের এই ৬ নং ওয়ার্ডে মোট ভোটার সংখা ১৭৫০। কিন্তু ব্যালেট পেপার গুনে পাওয়া যাচ্ছে ১২৫০ টা। তাহলে বাকি ৫০০ ব্যালেট পেপার কোথায়? ঊল্লেখ্য এই উমেদপুর ইউনিয়নে আওমিলীগের থেকে ০৯ জন প্রাথী এবং বিএনপির থেকে ০১ জন প্রাথী (দিলু খান) দাড়িয়েছেন। তারমধ্যে সংসদের হুইপ লিটন চৌধুরীর ডান হাত থানা আওমিলীগের সেক্রেটারী লতিফ মুন্সি ঘোষনা দিয়েছে জনগণ ভোট না দিলেও তিনি চেয়ারমান হবেন!! যা বেশ আলোচিত হয়েছে । ইতিমোধ্যে স্বরাষ্ট মন্ত্রীর স্নেহধণ্য কার্জন মুন্সির সর্মথকের মধ্যে একধিক বার মারামারী হোন্ডা পোড়ানো।

বাড়িতে লুটপাট হয়েছে। সন্ত্রাসীদের মহড়ায় জনগণ ছিল আতংকিত। কিন্ত এত কিছুর পর ও উক্ত কেন্দ্রে মাত্র তিনজন পূলিশ ছাড়া নিরপত্তার কাজে আর কাউকে দেখা গেল না। ব্যালাট পেপার কোথায়? গগণ বিদারী চিৎকার। কেন্দ্রে হামলা সহ নানা কর্ম ঘটে চলতে ছিল।

আমিও বেশ বিরক্ত ছিলাম ভোট দিতে না পেরে তাই চিৎকার করতে লাগলাম ডিজিটাল কারচুপির চলতে আর দেওয়া হবে না। একসময় জনগন ও পোলিং এজেন্টদের চাপের মুখে পূলিশ ও পোলিং অফিসার বললো গত রাত আড়াইটার সময় প্রসাশন এর মদদে হুইপের লোকজন এসে ৫০০ ব্যালেট পেপার নিয়ে গিয়েছেন। বিস্ময়ে সবাই চুপ! কেউ একজন বলে উঠল এভাবেই হয়ত হাচিনা ক্ষমতায় এসে ছিল! এক পর্যায় আওমিলীগের আরেক প্রাথী খোকন উকিল এসে পোলিং ফিসারকে চড় থাপ্পর সহ ব্যপক অশ্রিল গালাগালী দিল। মোবাইলে বাকি নয় ওয়ার্ডে সেন্টারে খবর নেওয়া হল জানা গেল সর্ব মোট ৩৮০০ ভোটের ব্যালট রাতের অন্ধকারে সরিয়ে সরকারের লোকজন সিল মেরে রেখেছে। যাইহোক জনগণ অনেক সচেতন বলে ডিজিটাল কারচুপি হাতেনাতে ধরে ফেলতে পেরেছে।

এবং শেষ পযন্ত নির্বাচন গ্রহন বাতিল করা হয়েছে। এখন আমার মনেও প্রশ্ন জমছে তাহলে ২০০৮ নির্বাচন ওকি এরকম ডিজিটাল ভাবে হয়েছিল? আমি ভাই সব সময় রাজনীতি মার্কা পোষ্ট এড়িয়ে যাই । আমার লেখা কাউকে কষ্ট দিলে ক্ষমা করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.