সোমবার মেক্সিকোর ন্যাশনাল ইন্সটিটিউট ফর অ্যানথ্রোপলোজি অ্যান্ড হিস্ট্রি (আইএনএএইচ) এই তথ্য জানিয়েছে।
মেক্সিকোর সীমান্তবর্তী রাজ্য কোয়াহুইলায় আইএনএএইচ এর পরিচালক ফ্রান্সিসকো আগুইলার জানান, সে দেশে প্রথমবারের মতো আবিষ্কৃত হওয়া ১৬ ফুটের ওই ফসিলটি অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে।
জীবাশ্মবিদ এবং আইএনএএইচ ও ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর (ইউএনএএম) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ওই দল ফসিলটিকে হাডরোসর বা ডাক-বিলড ডাইনোসর বলে সনাক্ত করেছেন।
ডাইনোসরের মোট দৈর্ঘ্যের অর্ধেক ওই লেজটি জেনারেল সেপেদা নামে একটি ছোট শহরের কাছে পাওয়া গেছে বলে জানান আগুইলার।
জীবাশ্মবিদেরা ওই মরুভূমিতে টানা ২০ দিন প্রাণীটির ফসিল হয়ে যাওয়া হাড়ের ওপর থেকে ধীরে ধীরে পাললিক শিলা সরিয়ে লেজটিকে তুলে আনেন। তারা লেজটির ৫০টি কশেরুকা সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আইএনএএইচ জানিয়েছে, লেজের আশেপাশের অন্যান্য হাড়ের যে ফসিল পাওয়া গেছে, সেগুলোর মধ্যে ডাইনোসরটির নিতম্বের হাড়ও রয়েছে।
বিজ্ঞানীরা এরমধ্যেই ডাইনোসরটি টিউমার এবং অস্থিক্ষয় রোগে আক্রান্ত ছিলো বলে নিশ্চিত হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।