প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব...........
দিনগুলো কাটে, মনে হয় কিছু পাবো আগামীকাল__
সুখবর আসবে। কিংবা লটারীতে মানুষ কোটি টাকা পায় :
প্রথম শ্রেণির নিয়োগপত্র পায় কেউ।
কারো নামে আসে
লক্ষ টাকার সম্মানি,
আমি সেসবের কিছু চাইনা
শুধু চাই তুমি এসে কাছে বসো। ভালোবাসো।
দাও শুধু একটি গোলাপ,
নতুন শাড়ীর ভাজে মুখ লুকোবার অনুমতি দাও।
আর দুটো বলো মধুর সংলাপ।
গোলাপকলি তুমি,তোমাকে শুকোঁবার অবকাশ দাও
ঠোটেঁর ভাঁজে সত্যায়িত স্বাক্ষরের অনুমতি দাও__
২৫.০৭.২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।