অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... ক্ষুধা দারিদ্র দুঃখ্খো জ্বরা ব্যার্থতা গ্লানি দীনতা ভরা, জাতির প্রাণে অশনি-সঙ্কেত বাড়িছে প্রতিনিয়ত ধ্বংসের বিভেদ, নগ্নতার অবক্ষয় করিছে ত্রাস নেইকি হায় মুক্তির আভাষ। এ জাতি আজো নেতৃত্ব হারা খুঁজে পাইনিতো উন্নতির ধারা, পদে পদে হোচটে হোচটে মুখ থুবরে কাঁদে গুমরে, সত্য যেথায় বড় অসহায় মিথ্যার দাপট চলে সর্বদায়। সৃষ্টাচার ভুলে যত কান্ড দূর্ণীতিবাজদের কি যে প্রাধান্য, মানুষরুপি জানোয়াররা বড় স্বোচ্ছার রক্ষক কাড়িছে অসহায়ের আহার, হরিলুটের দেশে একি হইলো আজ ফকির তো কাল রাজন্য! বিচারের নামে চলে অবিচার সমাজ ধর্মের যত স্বেচ্ছাচার, মিথ্যার বেসাতি শক্তিশালী অতি সত্য হারিয়েছে পূর্ণ গতি, শক্তি যেথায় প্রাপ্তির উপায় দূর্বল পথ পাইবে কোথায়? শ্রেণী ভেদাভেদ আকাশ পাতাল বৈষম্য বিভেদ আনিছে আকাল, রেষারেষি রুঢ় জীবনের হাঁসি পড়িয়েছে জাতিরে দাসত্বের ফাঁসি, স্বাধীনতার গর্ভ ধূলায় লুটায় ব্যার্থতার ষোলকলা পূর্ণ,অপূর্ণতায়। গণতন্ত্রের মাঝেই বসে স্বৈরাচারী কপট ভন্ডের যত নোংরামী, তর্ক বানের যত কদা ছোড়াছুড়ি রাজনীতিতে কেবলি ফাকা বুলি, দেশের কথা মুখেই বলা আসল কথা ক্ষমতা ধরা। অযোগ্যরা ধরে নেতৃত্বের লাগাম ক্ষমতার লোভে বাড়িছে কুকাম, অর্থের মাফকাঠিতে সবি হয় শিক্ষার কিবা মূল্য রয়! ঘুমিয়ে আছে আলোর মানুষ কবে ছিড়বে ভন্ডের মুখুশ? দাসত্বের শৃঙ্খলে বন্দি জাতি কাটবে কবে আধার রাতি? স্বপ্ন দেখবে কবে আবার নতুন আরেক মুক্তির স্বাধীনতার। পতনের আর কত বাকি আর কত পতিত হবি, মুক্তির ত্বরে হবি কি আগুয়ান? ধ্বণিতো হবে কি মুক্তির শ্লোগান?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।