এমনিতেই ভাল পোস্ট লিখতে পারিনা। মাঝে মাঝে অনেক কষ্টে ভাল কিছু লিখে সামুতে পোস্ট করি। ভাল কিছু লিখলে নিজেরি ভাল লাগে। আমি কোন দিন ভাবি নি যে আমার পোস্ট কেউ নিজের নামে চালিয়ে দিবে। কিন্তু "হাইটেক বিডি" নামের একটি নাম না শুনা ব্লগে মেসবাহ উল সাহবে হুব হু আমার পোস্টি কপি পেস্ট করেছেন।
দেখুন হাইটেক বিডিতে যে পোস্ট মেসবাহ সাহেব দিয়েছেন -
মেসবাহ সাহেবের কপি পেস্ট করা পোস্ট
নকলবাজ মেসবাহ সাহেবের ফেসবুক লিংক ও পোস্টের পাশে আছে। ডিএক্টিভেট করার আগেই দেখুন চিনে রাখুন নকলবাজ মেসবাহ কে
আবার দেখুন সেই পোস্ট নিয়েই সামুতে এক জন পোস্ট দিয়েছেন । তিনি আবার লিখেছেন রংমহল ও হাইটেক বিডির
সৌজন্যে। আমার তো মনে হচ্ছে সামুতে পোস্ট দেয়া "মারভিন" সাহেবই নকলবাজ মেসবাহ। কিন্তু তিনি রংমহলে যেখানে প্রকৃত লেখক লিখেছেন সেটার লিংক না দিয়ে দিয়েছেন হাইটেক বিডির লিংক।
এতে সন্দেহ আরো ঘনিভূত হচ্ছে।
মারভিন যে একজন নকলবাজ তার বড প্রমান হল, আমি রংমহলে পুরা পোস্ট দেইনি। অর্ধেক দিয়েছি। কিন্তু নকল বাজ মারভিন তথা মেসবাহ বোকার মত সামু থেকে পুরোটাই কপি পেস্ট করেছেন। এই ছোট্ট জায়গাতেই উনি ধরা খেয়েছেন।
দেখুন সেটাসামুতে হাইটেক বিডি থেকে নিয়ে পোস্ট করা লিংক
এখানে আমার পোস্টটির লিংক দিলাম
সামুতে লিখা আমার পোস্ট টির লিংক
এই পোস্টের উদ্দেশ্য: নকল এবং মেসবাহ সাহেবের মত মানুষ থেকে দূরে থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।