আমাদের কথা খুঁজে নিন

   

রিস্কি ক্লাস নাইন। অসম্ভব নস্টালজিক একটা গান

এতকিছু ... ওই সিনেমার জন্যই... ছেলেটার নাম মুন। ক্লাস নাইন, সেন্ট যোসেফ স্কুল। ভীষন রকম বেপড়োয়া বেয়াড়া একটা ছেলে। মা ছাড়া আর কারো কথা শোনে না। গান ভালবাসতো সে।

অসম্ভব প্রেম তার গীটারের সাথে। আর বাজায় সে হারমোনিকা। বেসুরে বেতালে। রিকশা ভাড়া বাঁচিয়ে সে কিনতো সিনেমার কোন ফ্যান্টাসী হিরোর পোস্টার আর কোন আইসক্রিম। নিয়মিতভাবে ক্লাসে অনিয়ম করতো।

দেরী করে ক্লাসে আসতো। প্রতিদিনই কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো তাকে। নিজের মনের কাছে তার প্রশ্ন সেন্ট যোসেফ স্কুল বলেই কি এতো রীতিনীতি আইন আসলে তা নয় বন্ধু এ যে রিস্কি ক্লাস নাইন। তবু হেডস্যার তাকে প্রচন্ড স্নেহ করতেন এই অসভ্য ছেলেটাকে। কারন সে চিৎকার করে প্রচন্ড আবেগে গাইতো বাংলাদেশের জাতীয় সংগীত।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। এটি একটি গানের গল্প। আর্কের হারান মাঝি অ্যালবামে ছিল গানটা। বহুদিন পরে অফিসে বসে শুনতে শুনতে মনে হলো এ আমারই গান। আমিই মুন।

নস্টালজিক সব আবেগ আর সময়ের গল্প। পুরো গানে আরো অনেক কথা আছে। জানেন নিশ্চয়ই। না শুনলে শুনে দেখুন। জানাতে পারেন আপনার ক্লাস নাইনের কথা আর্ক।

হারান মাঝি। রিস্কি ক্লাস নাইন। কথা সুর:মুন পুরো লিরিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।